চেষ্টা চললেও কলকাতায় Containment Zone- এর সংখ্যা বেড়েই চলেছে৷

রবিবার, ১০ মে, কলকাতা পুলিশের তরফে প্রতিদিনের মতোই টুইট করে জানানো হয়েছে, এদিন শহরে কনটেইনমেন্ট জোনের সংখ্যা ৩৩৮টি৷ কলকাতা পুরসভার কাছ থেকে এই তালিকাই কলকাতা পুলিশ পেয়েছে৷


শনিবার, ঌ মে কলকাতা পুলিশ জানিয়েছিলো, ওইদিন কলকাতার কনটেইনমেন্ট জোনের সংখ্যা ৩২৬টি৷


বৃহস্পতিবার, ৭ মে কলকাতা পুলিশ জানিয়েছিলো, কলকাতা পুরসভার কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে কলকাতার কনটেইনমেন্ট জোনের সংখ্যা ৩১৯টি৷




