হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে কোরাস, “হ্যাপি বার্থ ডে টু ইউ, হ্যাপি বার্থ ডে ডিয়ার…”। এরপর “বার্থ ডে গার্ল”-এর হাতে জন্মদিনের উপহার হিসেবে তুলে দেওয়া হলো বার্থ ডে কার্ড ও কফি মগ। উপহার তুলে দিলেন হাসপাতালের কর্তব্যরত নার্সরা। আজ, মঙ্গলবার মন ভালো করে দেওয়া এই ঘটনার সাক্ষী রইল সল্টলেক আমরি হাসপাতাল। সাক্ষী রইলেন সেখানকার কোভিড ওয়ার্ডে ভর্তি অন্য সব রোগীরাও।

করোনা চিকিৎসার জন্য আমরি হাসপাতালে প্রায় সপ্তাহ দুয়েক ধরে ভর্তি ৬০ বছরের প্রৌঢ়া। খুব স্বাভাবিক ভাবে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডই আপাতত তাঁর ঘর। চিকিৎসক-নার্স-স্বাস্থ্য কর্মীরা এখন পরিবারের সদস্য। তাই প্রৌঢ়ার ৬০ বছরের জন্মদিনে তাঁর হাতে চকোলেট কেক তুলে দিলেন নার্সরা। মোমবাতিতে ফুঁ দিয়ে হাসি মুখে সেই কেক কাটলেন তিনি।
করোনা যুদ্ধে মন খারাপ ভুলে কিছুক্ষণের জন্য উৎসবের পরিবেশ আমরি হাসপাতালের কোভিড ওয়ার্ড। সব মিলিয়ে করোনা গুমোট কাটিয়ে মন ভালো করা, মন ভালো রাখা এক পরিবেশ।
