কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানালেন, দুগ্ধ পরিকাঠামোয় ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন কেন্দ্রীয় সরকার। লকডাউনের সময় দেশের অর্থনীতিকে চাঙ্গা করতেই এই উদ্যোগ। মূলত দুগ্ধজাত পণ্যের উৎপাদন বাড়ানো হবে। সমবায় থেকে ইতিমধ্যে দুধ কেনা হয়েছে। উৎসাহ দেওয়া হবে দুগ্ধজাত পণ্যের ইউনিট তৈরিতে। পাশাপাশি উৎসাহ দেওয়া হবে দুধ ও পশুখাদ্য ইউনিট তৈরিতে। উদ্দেশ্য স্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে জোর দেওয়া। এই কারণে ১০০% গবাদি পশুর টিকা করণের ব্যবস্থা করা হচ্ছে এবং এই খাতে বরাদ্দ করা হচ্ছে ১৩৩৪৭ কোটি টাকা।
