Tuesday, November 11, 2025

শিলিগুড়ি পুরসভার প্রশাসক বোর্ড গঠন নিয়ে সংকীর্ণ রাজনীতি করছে রাজ্য সরকার, বিস্ফোরক মেয়র

Date:

Share post:

করোনার জেরে পুরভোট স্থগিত হয়ে যাওয়ায় কলকাতা-সহ রাজ্যের ৯৩টি পুরসভা বা কর্পোরেশনে প্রশাসক বসানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই কলকাতা পুরসভায় প্রশাসক মণ্ডলী গঠন করেছে রাজ্যে। যার মাথায় বসানো হয়েছে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকে। পাশাপাশি, জেলার পুরসভাগুলির বেশিরভাগ ক্ষেত্রেই সংশ্লিষ্ট পুরসভাগুলির চেয়ারম্যানকেই প্রশাসক বোর্ডের শীর্ষে বসানো হচ্ছে।

একইভাবে উত্তরবঙ্গের শিলিগুড়ি পুরসভায় প্রশাসক বোর্ড গঠন করছে রাজ্য। সেই বোর্ডের চেয়ারম্যান করা হচ্ছে মেয়র অশোক ভট্টাচার্যকে। যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক দানা বেঁধেছে। এ ক্ষেত্রে রাজ্য সরকারের “দ্বিচারিতার” অভিযোগ তুলেছেন মেয়র অশোক ভট্টাচার্য নিজেই।

রাজ্য সরকারের ভূমিকার সমালোচনা করে শিলিগুড়ির মেয়র বলেন, “শিলিগুড়ি পৌর কর্পোরেশনের মেয়াদ আগামী ২৭মে, ২০২০ শেষ হচ্ছে। তাই রাজ্য সরকারের নগর উন্নয়ন এবং পৌর দফতরের পক্ষ থেকে প্রকাশিত একটি নির্দেশনামায় দেখতে পেলাম, করোনা ভাইরাসের জন্য যেহেতু নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করা যায়নি, সেহেতু শিলিগুড়ি পৌর কর্পোরেশনে প্রশাসক মন্ডলী বসানো হচ্ছে। এই বিজ্ঞপ্তিতে দেখলাম, আমাকে চেয়ারম্যান করা হয়েছে এবং আমার আরও ৬ জন বর্তমান পৌরবোর্ডের মেয়র পরিষদ সদস্যদের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের সদস্য করা হয়েছে। কিন্তু এর সঙ্গে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের পাঁচজন কাউন্সিলরকে এই প্রশাসক মন্ডলীর সদস্য করা হয়েছে।

অথচ কলকাতা-সহ বিভিন্ন পৌরসভায় যে প্রশাসক মন্ডলীগুলি এখনও পর্যন্ত বসানো হয়েছে, সেখানে কোথাও বিরোধী দলের কাউকে রাখা হয়নি। তাহলে শিলিগুড়ির ক্ষেত্রে কেন এই ব্যতিক্রমী সিদ্ধান্ত? রাজ্য সরকারের এই সিদ্ধান্ত অগণতান্ত্রিক-অনৈতিক এবং শিলিগুড়ির মানুষের প্রতি অমর্যাদাকর এবং অপমান কর।

আবার প্রমাণিত হলো শিলিগুড়ির প্রতি এই সরকার কতটা প্রতিহিংসাপরায়ন। তাদের কাছে করোনা ভাইরাস মোকাবিলা আসলে অগ্রাধিকার নয়, তাদের মূল বিষয় এই অজুহাতে এক সংকীর্ণ দলীয় রাজনীতি করা।

আমরা রাজ্য সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করছি এবং তা প্রত্যাখ্যান করছি। দাবি করছি, এই নির্দেশনামা বাতিল করে সারা রাজ্যের অন্য পৌর কর্পোরেশন, পৌরসভাতে যে ধরনের প্রশাসক মন্ডলী বসানো হয়েছে এই ক্ষেত্রেও তা অনুসরণ করা হোক।

আমি খুব বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম, যে তৃণমূল কংগ্রেস দল ও তার কাউন্সিলররা যারা গত পাঁচবছর ধরে শিলিগুড়ির উন্নয়নের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে গেছেন, তাদেরকে প্রশাসক মন্ডলীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। অথচ অন্য পৌরসভাগুলিতে বিরোধীদেরকে কোথাও অন্তর্ভুক্ত করা হয়নি।

তাই আমার প্রশ্ন, শিলিগুড়ি কি রাজ্যের বাইরে এবং এখানকার নাগরিকরা কি দ্বিতীয় শ্রেণীর নাগরিক ?”

spot_img

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...