Monday, November 10, 2025

লকডাউনে বন্ধ চার ধারাবাহিক, কর্মহীন বহু

Date:

Share post:

করোনার জেরে বন্ধ টলিপাড়ার শুটিং। বাংলা ছবি থেকে ধারাবাহিক ফ্লোর বন্ধ, শুটিং স্থগিত করা হয়েছে। যার জেরে শিল্পী থেকে কলাকুশলী সকলেরই রোজগারের পথ বন্ধ। এরই মধ্যে কালার্স বাংলা চ্যানেলের চারটি ধারাবাহিক বন্ধ করে দিয়েছে। যার জেরে ক্ষোভে ফুঁসছেন কলাকুশলীরা।

প্রায় দু মাস হল শুটিং বন্ধ। মঙ্গলবার দুপুরে কালার্স বাংলার এই খবর প্রথম সামনে আসে। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেতা অভিনেত্রীরা। চলতি চারটি ধারাবাহিক ‘নিশির ডাক’, ‘মঙ্গলচণ্ডী’, ‘কনককাঁকন’ এবং ‘চিরদিনই আমি যে তোমার’ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। পরিবর্তে ওই চ্যানেল সংস্থার অন্য ধারাবাহিক ডাব করে বাংলায় দেখানোর কথা হয়েছে বলেও শোনা যাচ্ছে।

যদিও এই বিষয়ে চ্যানেল কর্তৃপক্ষের কোনও বক্তব্য মেলেনি। একাংশের ধারণা, করোনা-পরবর্তী অর্থনৈতিক ধাক্কা সামলাতেই এই সিদ্ধান্ত। লকডাউন চলায় প্রায় সব বিনোদন চ্যানেলে মূলত পুরনো সিরিয়ালের পুনঃপ্রচার চলছে। সংশ্লিষ্ট চ্যানেলে, ডাবিং করা সিরিয়াল আগে থেকেই চলে। জানা গিয়েছে, ওই চ্যানেলের সঙ্গে এই সব ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রীদের সরাসরি কোনও চুক্তি নেই। প্রযোজনা সংস্থাগুলির সঙ্গে চুক্তিবদ্ধ তাঁরা।

অভিনেতা সুমন বন্দ্যোপাধ্যায়ের কথায়, “সিরিয়াল বন্ধ হয়ে যাওয়া মানে শুধু অভিনেতা-অভিনেত্রী বা টেকনিশিয়ানদের রুজির প্রশ্ন নয়। যারা পোস্ট প্রোডাকশন দেখে, যারা ফ্লোরে খাবার, আসবাবপত্র জোগান দেয় তাঁদেরও ক্ষতি। চ্যানেলের এই সিদ্ধান্ত এতগুলো মানুষকে অন্ধকারের দিকে ঠেলে দিল।”

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...