Wednesday, January 14, 2026

ঋণ চাই না, নগদ চাই, হকার সংগঠনের দাবি

Date:

Share post:

কেন্দ্রের সদ্যঘোষিত আর্থিক প্যাকেজে হকারদের ১০ হাজার টাকা পর্যন্ত সহজ শর্তে ঋণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে৷ এই খাতে বরাদ্দ হয়েছে ৫ হাজার কোটি টাকা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী দাবি করেছেন, এর ফলে দেশের ৫০ লক্ষ হকার উপকৃত হবেন।

বিভিন্ন হকার সংগঠনের নেতারা এই প্রস্তাব ফিরিয়ে দিয়ে বলেছেন, ‘ঋণ নয়, এখনই হকারদের হাতে নগদ অনুদান দিতে হবে’৷
সর্বভারতীয় হকার সংগঠন ন্যাশনাল হকার ফেডারেশনের সাধারণ সম্পাদক শক্তিমান ঘোষ বলেছেন, হকাররা যুগে যুগেই বহু সংকটের মোকাবিলা করেছেন৷ তবে
এবারই প্রথম হকাররা সংসার চালানোর জন্য ব্যবসার পুঁজি ভাঙতে বাধ্য হয়েছে। আর কয়েক দিন এ ভাবে চললে বহু হকার আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হবেন।’
হকারদের অ্যাকাউন্টে সরাসরি পাঠানোর দাবি জানিয়ে শক্তিমানবাবু প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন৷ তাঁর প্রস্তাব, “যতদিন না তারা আবার ব্যবসা শুরু করতে পারছেন, ততদিন তাঁদের বাঁচিয়ে রাখার জন্য হকারদের অ্যাকাউন্টে নগদ টাকা দেওয়ার ব্যবস্থা করুক সরকার।” ওদিকে, তৃণমূল সাংসদ দোলা সেন বলেছেন, ‘কেন্দ্রীয় সরকারের কোনও কথাই এখন আর বিশ্বাস হয় না।’

ওদিকে, ফোরাম ফর ট্রেডার্স অর্গানাইজেশনের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানানো হয়েছে, লকডাউনের জেরে ক্ষতিগ্রস্ত ছোট ব্যবসায়ীদের চলতি বছরের জন্য ট্রেড লাইসেন্স ফি মকুব করা হোক৷ সারা রাজ্যে প্রায় পঞ্চাশ লক্ষ ছোট ব্যবসায়ী আজ অস্তিত্বের সংকটে৷ একই সঙ্গে এবং এদের পরিবারকে স্বাস্থ্য সাথী প্রকল্পে অর্ন্তভুক্ত করারও অনুরোধ জানানো হয়েছে৷

spot_img

Related articles

কাজে এল না ট্রাম্পের হুঁশিয়ারি, সোলতানিকে আজই ফাঁসি দিচ্ছে খামেনেইয়ের প্রশাসন!

আশঙ্কা সত্যি হল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতই রক্তচক্ষু দেখা না কেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা যে বিন্দুমাত্র...

তেহরানের বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দেওয়া হলে পরিণাম ভালো হবে না, হুঁশিয়ারি ট্রাম্পের

তেহরানের বিক্ষোভকারী যুবকের মৃত্যুদণ্ড যে কোন মুহূর্তে কার্যকরী করতে পারে ইরান (Iran) প্রশাসন। তেমনটা হলে ফল যে ভালো...

জানুয়ারির শেষেই শুরু একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগের কাউন্সেলিং!

চলতি মাসে শেষেই শুরু হবে একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের কাউন্সেলিং। মেধাতালিকার ভিত্তিতে এই কাউন্সেলিং পর্বেই শিক্ষকরা বাছতে পারবেন স্কুলও...

জুনিয়র মিস ইন্ডিয়ার মুকুট বাংলার মেয়ের মাথায়!

জুনিয়র মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় (Junior Miss India Competition) একাধিক বিভাগে সাফল্য এনে আবারও দেশের দরবারে বাংলার মুখ উজ্জ্বল...