পুর-প্রশাসক নিয়োগ নিয়ে বিজেপি নেতার মামলা নিষ্ফলা

কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডের মেয়াদ কয়েকদিন আগে এক মামলার জেরে চলতি বছরের জুলাই পর্যন্ত বাড়িয়ে দিয়েছে হাইকোর্ট।

কিন্তু তার পরেও একই বিষয়ে নিয়ে ফের জনস্বার্থ মামলা করেছে বিজেপি। কিন্তু এতে সুবিধা হয়নি৷ একই বিষয়ে হাইকোর্ট আগেই নির্দেশ দিয়ে দেওয়ায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই মামলাটি জুলাইয়ে আগের মামলাটির সঙ্গেই শোনা হবে বলে জানিয়ে দিয়েছে। বিজেপি নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায় মামলাটি দায়ের করেছিলেন৷
এর আগে শারদকুমার সিং নামে এক ব্যক্তি একই ইস্যুতে মামলা দায়ের করেন হাইকোর্টে। সেই মামলায় সিঙ্গল বেঞ্চ প্রশাসক বোর্ডকে ‘কেয়ারটেকার’ চিহ্নিত করে লকডাউনের মধ্যে কাজ চালানোর জন্য একমাস সময় দেয়। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান মামলাকারী। বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের দেওয়া সীমা বাড়িয়ে ১৯ জুলাই মামলার পরবর্তী শুনানির নির্দেশ দেয়।
তার পরেও ওই বিজেপি নেতা “জনস্বার্থে” একই ইস্যুতে মামলা করেন হাইকোর্টে।

Previous articleঋণ চাই না, নগদ চাই, হকার সংগঠনের দাবি
Next articleকরোনা আক্রান্ত হলে হাসপাতালে নিয়ে যাবে কলকাতা পুরসভা