করোনা আক্রান্ত হলে হাসপাতালে নিয়ে যাবে কলকাতা পুরসভা

লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। একই চেহারা কলকাতা শহরের। এরই মধ্যে নয়া সিদ্ধান্ত কলকাতা পুরসভার। পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম জানান, করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া ও তার পরিবারকে কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করবে কলকাতা পুরসভা। ফিরহাদ হাকিম বলেন, মানুষের মধ্য ডেঙ্গি সচেতনতা বাড়ানো এবং করোনা মোকাবিলা সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক ব্যবহার নিয়ে ১৬ মে থেকে প্রচার শুরু করবে পুরসভা।

পুরসভা সূত্রে খবর, সংক্রমণের খবর পেলেই রোগীকে দ্রুত হাসপাতালে ভর্তি ও চিকিৎসার দায়িত্ব নেবে পুরসভা। পাশাপাশি সংশ্লিষ্ট রোগীর পরিবারের সদস্যদের রাজারহাট বা বালিটিকুরির সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে রাখার ব্যবস্থাও করবে পুরসভা। কলকাতার রাজাবাজার, বেলগাছিয়ার মতো ঘিঞ্জি এলাকা ইতিমধ্যে কন্টেইনমেন্ট জোন থেকে গ্রিন জোনে পরিণত হয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, ৩০০ – ৪০০ করোনা পরীক্ষায় শতকরা ১ বা ২ জনের মধ্যে সংক্রমণ পাওয়া যাচ্ছে। পুরসভার কোভিড কমিটির মতে, বড়বাজারের মতো এলাকায়, যেখানে বাইরের লোক বেশি আসে, সেখানে সতর্কতা বেশি প্রয়োজন।

Previous articleপুর-প্রশাসক নিয়োগ নিয়ে বিজেপি নেতার মামলা নিষ্ফলা
Next articleগরিব মানুষের হাতে টাকা দিলে ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে, সতর্কবার্তা রাহুল গান্ধীর