Wednesday, November 12, 2025

অমানবিক-অযোগ্য রাজ্য সরকারের জন্য রাস্তাঘাটে প্রাণ হারাচ্ছে পরিযায়ী শ্রমিকরা! বিস্ফোরক দিলীপ

Date:

Share post:

লকডাউন পর্বে প্রতিদিনের মতো আজ, বৃহস্পতিবারও সল্টলেকে নিজের বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিনও তিনি বেশ কয়েকটি বিষয় নিয়ে রাজ্য সরকারের সমালোচনা করেন। একনজরে দেখে নিন আজ, শনিবার যা বললেন বিজেপি রাজ্য সভাপতি।

(১) হুগলির তেলিনিপাড়ায় বিনা কারণে বিনা দোষে স্থানীয় হিন্দু সমাজের লোকেরা অত্যাচারের শিকার হয়েছেন। একবার পুলিশের হাতে, একবার অত্যাচারিতদের হাতে। এর পাশাপাশি নির্দোষ হিন্ধু জাগরণ মঞ্চের এক নেতাকে পুলিশ ব্যারাকপুর থেকে তুলে নিয়ে চুঁচুড়ায় আটকে রেখেছে।

(২) হিন্দু সমাজের প্রায় ১০০ জনকে বিনা কারণে পুলিশ তুলে নিয়েছে। এবং আমাদের দুই সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও অর্জুন সিং সেখানে গিয়েছিলেন সাধারণ নিপীড়িত মানুষদের সঙ্গে দেখা করতে। কিন্তু তাঁদের ঢুকতে বাধা দেওয়া হয়। তাঁদের সঙ্গে জেলা শাসক এবং পুলিশ অফিসারাও দেখা করেনি। আজ তাঁদের বিরুদ্ধে, এফআইআর হয়েছে। দাঙ্গা লাগানোর কেস দেয়। ফৌজদারি বিধিতে কেস হয়েছে।

(৩) এই সরকার অমানবিক এবং অযোগ্য। জন প্রতিনিধিদের ঢুকতে দিচ্ছে না। সাংসদের সঙ্গে ক্রিমিনালের মতো ব্যাবহার করছে এই সরকার। পুলিশকে নিজেদের স্বার্থে ব্যবহার করা হচ্ছে।

(৪) মানুষ বুঝে গেছেন পশ্চিমবঙ্গ সরকার অমানবিক, এই সরকার ভিন রাজ্যের মানুষদের ফিরিয়ে আনবে না, তাই তাঁরা নিজেদের চেষ্টায় রাস্তা ধরে, ট্রেন লাইন ধরে ফিরে আসছেন। আর সে কারণেই দুর্ঘটনায় প্রাণ যাচ্ছে।

(৫) রাজ্য সরকার ১০৫ টা ট্রেনের কথা বলে লোক হাসাচ্ছে। এই সরকার অকর্মণ্য, এবং ডাহা ফেল সরকার।

(৬) এই রাজ্য সরকার প্রচণ্ড অমানবিক, তাঁরা পরিযায়ী শ্রমিকদের আসতেও দিচ্ছে না, যেতেও দিচ্ছে না। তাদের জন্যেই এতো শ্রমিক মারা যাচ্ছে।

(৭) রাজ্য ট্রেন চেয়ে যে চিঠি কেন্দ্রকে পাঠিয়েছে সেই চিঠি কেন্দ্রের কাছে যায়নি। মিডিয়াকে ভুয়ো খবর দেওয়ার জন্য এবং মানুষকে ভুল বোঝানর জন্য এইসব কথা।

(৮) এই সরকার অর্জুন সিংকে সহ্য করতে পারছে না, তাঁকে বার বার মারার প্ল্যান করছে।

(৯) সব জায়গায় পৌরসভা বোর্ডে সব দলের প্রতিনিধিদের নিয়ে তৈরি করা হোক।

(১০) পশ্চিমবঙ্গে করোনা ভাইরাস এখনও হাতের বাইরে যায়নি। কিন্তু সরকার যদি সচেতন না হয় তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে।

spot_img

Related articles

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...

এশিয়ার প্রথম মহিলা হিসেবে ডি-লিট মমতাকে, জানাল ওকায়ামা বিশ্ববিদ্যালয়

বাংলার মুকুটে গৌরবের পালক। এশিয়ার প্রথম মহিলা হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সাম্মানিক ডিলিট দেওয়া হল।...