উত্তর ২৪ পরগণার আমডাঙায় নিজের সার্ভিস রিভলভার থেকে দুই ভাইকে খুন করার অভিযোগ উঠেছিল এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। যা নিয়ে শনিবার তোলপাড় শুরু হয়। শুরু হয় রাজনৈতিক তরজাও। ঘটনার পর থেকে গা ঢাকা দেয় অভিযুক্ত পুলিশ কনস্টেবল সন্তোষ পাত্র। ঘটনার কয়েক ঘন্টা পর অবশেষে আত্মসমর্পণ করে ওই পুলিশ কর্মী। সে নিজেই এমনটা দাবি করেছে।

জানা গিয়েছে, সন্তোষ পাত্র বিধাননগর কমিশনারেটের এক মহিলা পুলিশ আধিকারিকের দেহরক্ষী। বারাসত পুলিশ জেলার সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, আমডাঙার থানার অন্তর্গত তেঁতুলিয়া গ্রামের বাসিন্দা ওই কনস্টেবলকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। ঘটনার নেপথ্যে জমি–সংক্রান্ত বিবাদ রয়েছে কি না, তা–ও খতিয়ে দেখা হচ্ছে।
