“শচিনকে আউট করলেও ভয়ে আম্পায়ার আউট দেননি” : ডেল স্টেন

আম্পায়ার ইয়ান গুল্ডের জন্য শচিন তেন্ডুলকরের উইকেট পাননি তিনি। অভিযোগ দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেনের। ২০১০ সালে গ্বালিয়রে ডাবল সেঞ্চুরি করেন শচিন তেন্ডুলকর। এক দিনের ক্রিকেটে সেটাই ছিল কোনও ব্যাটসম্যানের প্রথম দ্বিশতরান। তার আগে কেউ ৫০ ওভারের ক্রিকেটে দুশো রান করেননি।

কিন্তু এবিষয়ে ডেল স্টেনের বক্তব্য, ওই ম্যাচে ডাবল সেঞ্চুরির আগে তিনি আউট করেছিলেন শচিনকে। কিন্তু দর্শক হাঙ্গামার ভয়ে আম্পায়ার ইয়ান গুল্ড আঙুল তুলতে পারেননি। স্কাই স্পোর্টসের পডকাস্টে জেমস অ্যান্ডারসনকে গ্বালিয়র ওয়ানডে নিয়ে স্টেন বলেছেন, “এক দিনের ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি করেছিল শচিন তেন্ডুলকর।১৯০-এর ঘরে থাকাকালীন ওকে এলবিডব্লিউ করেছিলাম। কিন্তু আম্পায়ার আউট দেননি। আমি জিজ্ঞেস করায় উনি বললেন, গ্যালারিতে তাকিয়ে দেখো। এখন আউট দিলে আর হোটেলে ফিরতে পারব না।”

যদিও পরিসংখ্যান বলছে অন্য কথা। সেই ইনিংসে স্টেনের ৩১ বল খেলেছিলেন শচিন। ১৯০-এর ঘরে শচিন যখন ছিলেন, তখন তাঁকে তিনটি বল করেন স্টেন। তিনটিই ব্যাটে খেলেছিলেন শচিন।

Previous articleএকগুচ্ছ শর্ত তৈরি করে কাজ শুরু কলকাতা বিমানবন্দরে
Next article‘বাঘবিধবা’ তৃতীয় খণ্ড প্রকাশিত