Saturday, December 27, 2025

৮ মে ঘূর্ণিঝড় নিয়ে রাজ্যকে সতর্ক করে চিঠি দিয়েছিল কেন্দ্র, দাবি দিলীপের

Date:

Share post:

প্রতি বছরই এই সময় বড় ধরণের একটি ঘূর্ণিঝড় আসে। যেমন ২০০৯ সালে ২৫মে আয়লা তাণ্ডব দেখিয়েছিল। তারই আগাম সতর্কতা হিসেবে, কেন্দ্রীয় সরকার গত ৮ মে পশ্চিমবঙ্গ সরকারকে সর্তক করে একটি চিঠি দেয়। এবং সেখানে তারা উল্লেখ্য করে রাজ্যকে বলে, ১৫ মে’র মধ্যে চিঠির জবাব দিতে। কেন্দ্র সরকার রাজ্যের রিলিফ অফিসারকে এই চিঠি দিয়েছিল। তাঁর কাছে ঘূর্ণিঝড় মোকাবিলায় কতটা প্রস্তুত রাজ্য, তার একটা রিপোর্ট তৈরি করতে বলা হয়েছিল। খাদ্যসামগ্রী, পর্যাপ্ত ওষুধ ও বৈদ্যুতিক ব্যবস্থা ,কন্ট্রোল রুমের ব্যবস্থা, পানীয় জল নিয়ে কী ব্যবস্থা নিয়েছে। একইসঙ্গে ত্রাণ শিবির নিয়ে কী ব্যবস্থা আছে সেটাও জানতে চাওয়া হয়েছিল চিঠিতে। রাজ্য সরকার আদৌ সেই চিঠির উত্তর দিয়েছিল কিনা জানা নেই। আজ, মঙ্গলবার সল্টলেকে নিজের বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

বিজেপিও রাজ্য সভাপতির আরও দাবি, সুপার সাইক্লোন আমফান বিপর্যয় মোকাবিলায় উদ্ধারকার্যের জন্য কেন্দ্র ১৭টি দল পাঠিয়েছে। তার মধ্যে ৭টি দল রাজ্যে এসেছে। এই দলের মধ্যে একটি আবার গঙ্গাসাগরে গিয়েছে। রাজ্যের তরফে সতর্কতার প্রচার হচ্ছে ভালো কথা, কিন্তু উপকূলবর্তী এলাকাগুলো থেকে মানুষজনকে সরিয়ে আনা হয়েছে কিনা জানা নেই।

তিনি বলেন, “ঘূর্ণিঝড় মোকাবিলায় ভারতীয় জনতা পার্টি সরকারের সঙ্গে আছে। ইতিমধ্যেই আমরা রাজ্যজুড়ে পার্টি কর্মীদের সতর্ক থাকতে বলেছি। মানুষকে সতর্ক করতে বলেছি। আমার হেল্পলাইন নম্বরও চালু করেছি”।

২০ মে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্র বৈঠক করবে রাজ্যের সঙ্গে, সেকথাও এদিন উল্লেখ করেন দিলীপ ঘোষ।

spot_img

Related articles

গুরুত্বপূর্ণ বৈঠকের আগে ইউক্রেনের রাজধানীতে ভয়াবহ বিস্ফোরণ

শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠেছে ইউক্রেনের রাজধানী কিয়েভ (Kyiv)। শনিবার ভোরের দিকে রাজধানী শহরের বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ...

লক্ষ্য বিধানসভা ভোট, শনিবার বড় ঘোষণা করবেন অভিষেক! জল্পনা তুঙ্গে

দুয়ারে বিধানসভা ভোট, নতুন বছরের শুরু থেকেই জোর কদমে প্রচারে নামছে তৃণমূল। শুক্রবারের বৈঠকে প্রচারের রূপরেখা স্থির করে...

বাংলাদেশে রকস্টার জেমসের অনুষ্ঠানে হামলা, ভেস্তে গেল সংগীত অনুষ্ঠান

অশান্ত বাংলাদেশ, কয়েকদিন আগেই উপমহাদেশের সাংস্কৃতিক পীঠস্থান ছায়নটে হামলা চালিয়ে উন্মত্ত দুষ্কীতিরা। এবার রকস্টার জেমসের(James) অনুষ্ঠানে চলল হামলা। শুক্রবার...

শনিবার থেকে শুরু এসআইআরের হেয়ারিং পর্ব, সই-ছবিতেই জোর কমিশনের

শনিবার থেকে শুরু হচ্ছে এসআইআরের(SIR) হেয়ারিং পর্ব। নির্বাচন কমিশন বিএলও-দের মাধ্যমে যাদের নোটিশ পাঠিয়েছে তাদের হেয়ারিং পর্বে উপস্থিত...