প্রশাসনিক বৈঠকের শেষে মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী। বললেন যেভাবে একদিকে করোনা এবং অন্যদিকে আমফান পরিস্থিতি মুখ্যমন্ত্রী সামলেছেন তা প্রশংসার যোগ্য। প্রধানমন্ত্রী নির্দিষ্টভাবে বুঝিয়ে বলেন, করোনার ক্ষেত্রে সোশ্যাল ডিসটেন্স মেনটেন করে প্রত্যেককে দূরে দূরে থাকতে হয়েছে। আর আমফানের ক্ষেত্রে প্রত্যেকটি মানুষক নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হয়েছে। দুটি একেবারে বিপরীতধর্মী বিষয়। কিন্তু এই দুই বিষয়ে কৃতিত্বের সঙ্গে করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এই বিপর্যয় সামলাতে কেন্দ্র সর্বতোভাবে রাজ্যের সঙ্গে রয়েছে।

#WATCH Dealing with #COVID19 requires social distancing whereas battling the #AmphanCyclone requires people to move to safer areas. Despite these contradictions, West Bengal under leadership of Mamata ji is fighting well. We are with them in these adverse times: PM pic.twitter.com/pBxjWTlZTq
— ANI (@ANI) May 22, 2020