বনদফতরের পাতা খাঁচায় কী ধরা পড়ল?

বাগডোগরার ভুট্টাবাড়িতে ধরা পড়ল পূর্ণবয়স্ক চিতাবাঘ। বেশ কয়েকদিন ধরেই ওই এলাকায় চিতাবাঘে আতঙ্ক দেখা দিয়েছিল। এলাকাবাসীর থেকে খবর পেয়ে বনদফতরের পক্ষ থেকে খাঁচা পাতা হয়। রবিবার রাতে সেই খাঁচায় বন্দি হয় চিতাবাঘটি।খবর পেয়ে লকডাউন উপেক্ষা করেই ভিড় জমান স্থানীয় বাসিন্দারা।পরে বনদফতরের কর্মীরা চিতাবাঘটিকে নিয়ে যান। সোমবার তার শারীরিক পরীক্ষা করে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।