দেশজুড়ে মারণ ভাইরাস করোনা আতঙ্কের মধ্যেই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা। পুড়ে ছাই প্রায় ১২০০ ঝুপড়ি। রাত ১২টা নাগাদ দিল্লির তুঘলকাবাদে বস্তিতে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়েই তৎক্ষনাৎ ঘটনাস্থলে ছুটে যায় দমকলের ৩০টি ইঞ্জিন।

দমকলের পক্ষ থেকে জানানো হয়, রাত ১২.১৫ মিনিট নাগাদ আগুন লাগার খবর পান তারা। প্রায় কয়েক ঘন্টার চেষ্টায় দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও ক্ষতি এড়ানো যায়নি। প্রায় ১২০০ ঝুপড়ি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানির খবর এখনও পর্যন্ত নেই বলে জানিয়েছে দমকল। ঠিক কীভাবে আগুন লাগল, তার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
