করোনা পরিস্থিতিতে পরিবর্তন হয়েছে জীবনযাত্রার। সামাজিক দূরত্ব বজায় রাখা থেকে মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করা অভ্যাসে পরিণত হয়েছে। এরই মধ্যে রুপোর মাস্ক তৈরি করে তাক লাগিয়ে দিলেন কর্ণাটকের বেলগামের এক রুপোর ব্যবসায়ী।

ওই মাস্ক আপাতত শোভা পাচ্ছে জুয়েলারি দোকানের শো-কেসেই। তবে রুপোর মাস্কের চাহিদা বেড়েছে বলে জানাচ্ছেন দোকানের মালিক সন্দীপ সাগাওনকর। দোকানের ওয়েডিং কালেকশন’-এ জায়গা করে নিয়েছে ওই মাস্ক। বিয়ের মরশুমে মাস্কের চাহিদা বাড়বে বলে সন্দীপের আশা।
সাগাওনকর বলেন, ‘‘করোনা এবং লকডাউনের ফলে ক্ষতির মুখে পড়েছে ব্যবসা। নতুন কিছু করার কথা ভাবতে গিয়ে এই রুপোর মাস্ক তৈরি করেছি। ২৫-৩৫ গ্রাম ওজনের এই মাস্কের দাম ২৫০০ থেকে ৩৫০০ টাকার মধ্যে। ভাইরাস থেকে বাঁচতে কাজ করবে এই মাস্ক।”
