Sunday, November 16, 2025

হাতবদল হচ্ছে ৭ দশকের মশলা ব্র্যান্ড ‘সানরাইজ’,অধিগ্রহণ করছে আইটিসি

Date:

Share post:

প্রায় ৭ দশকেরও বেশি সময় ধরে দেশের মশলা বাজারে প্রায় শীর্ষে থাকা ব্র্যান্ড ‘সানরাইজ’-এর মালিকানায় হাতবদল হতে চলেছে৷ সানরাইজ ফুডস্ প্রাইভেট লিমিটেড-এর কাছ থেকে ব্র্যান্ড ‘সানরাইজ’ অধিগ্রহণ করছে আইটিসি লিমিটেড। লকডাউনের মধ্যেই চুক্তি-সহ গোটা প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে আইটিসি কর্তৃপক্ষ।

গত শনিবার ১০০% অংশীদারিত্ব কেনার জন্য চুক্তি স্বাক্ষর করেছে আইটিসি লিমিটেড৷ মোট কত টাকায় এই হাতবদল হয়েছে সে সম্পর্কে আইটিসি-র তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও, বাজার-বিশেষজ্ঞদের অনুমান, সানরাইজের বর্তমান বাজার মূল্য ১,৮০০ কোটি টাকা থেকে ২,০০০ কোটি টাকা হতে পারে৷
আইটিসি-র তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, তাদের ভোগ্যপণ্য ব্যবসার দ্রুত বৃদ্ধি ও মুনাফা বাড়ানোর যে কৌশল নেওয়া হয়েছে, প্রস্তাবিত অধিগ্রহণ তারই অঙ্গ। মশলা ব্যবসায় আইটিসি-র অনেকদিন ধরেই আছে। তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের বাজারে তাদের ‘আশীর্বাদ’ মশলা এক নম্বরে। অন্য দিকে, পূর্ব ভারতের মশলা বাজারে পয়লা নম্বরে রয়েছে ‘সানরাইজ’।
দেশের, বিশেষত পূর্ব ভারতের মশলা বাজারে দীর্ঘদিন ধরেই এক নম্বরে রয়েছে সানরাইজ। এই ব্র্যান্ডের মালিকানা এতদিন ছিলো ‘সানরাইজ ফুডস্ প্রাইভেট লিমিটেড’- এর৷ এই অধিগ্রহণ প্রক্রিয়ার ফলে পূর্ব ভারতের মশলার বাজারের বড় অংশ আইটিসির দখলে চলে আসবে৷

করোনা সংক্রমণের জেরে
যখন আন্তর্জাতিক তথা জাতীয় অর্থনীতি প্রায় তলানিতে ঠেকতে পারে বলে আগাম আশঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা, ঠিক তখনই বহু কোটি টাকায়
সানরাইজ অধিগ্রহণ করতে চলেছে আইটিসি।
মহামারির কবলিত ভারতে বিভিন্ন পণ্যের চাহিদা এখনই তলানিতে এসে ঠেকেছে। এর প্রভাব পড়ছে সামগ্রিক অর্থনীতিতে। এই মুহূর্তে দেশজুড়েই এক ধরনের অর্থনৈতিক শ্লথতা দেখা দিয়েছে। একের পর এক সংস্থা পরিস্থিতি মোকাবিলায় কর্মী ছাঁটাই, বেতন ছাঁটাইয়ের পথে হাঁটছে৷ এমন এক সময়ে আইটিসি লিমিটেডের
সানরাইজ অধিগ্রহণের বিষয়টি নিশ্চিতভাবেই চমকপ্রদ ।

অধিগ্রহণ পর্ব মিটে যাওয়া হওয়ার পর আইটিসি পৃথক ব্র্যান্ড হিসাবে সানরাইজ রাখবে কি না, সে ব্যাপারে আইটিসি-র তরফে কিছু জানানো না হলেও মনে করা হচ্ছে, পশ্চিমবঙ্গ-সহ পূর্ব ভারতের সানরাইজ-এর বিপুল জনপ্রিয়তার কথা মাথায় রেখে ‘সানরাইজ’-কেই ভিত্তি করে মশলা বাজার দখল করার পরিকল্পনা নিতে পারে।

spot_img

Related articles

রামমোহনকে অপমান! নজিরবিহীন পদক্ষেপ দাবি বিজেপির শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে

বাংলায় তথা ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে মনীষীদের পথিকৃৎ হিসাবে দেখা হয়, তার প্রথম সারিতে নাম থাকে বাংলার...

গিলকে নিয়ে মাঠের বাইরে সংঘাত, কেমন আছেন ভারত অধিনায়ক?

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান...

জঘন্য পিচ হতশ্রী ব্যাটিং, নিজেদের মর্জি ফলাতে গিয়ে লজ্জার হার ভারতের

ম্যাচের শেষে দর্শকের চোখ ছিল গৌতম গম্ভীরের অভিব্যক্তির দিকে। ইডেন গার্ডেনসের চেনা পিচের চরিত্র বদলে দিতে বাধ্য করেছিলেন...

২৪ ঘণ্টা পার: উত্তরপ্রদেশে পাথরখনি ধসে আটকে ১৫ শ্রমিক! মৃত ২

নিয়ম না মেনে খনিতে বিস্ফোরণ ঘটানো। তার জেরে বড় সড় ধস উত্তরপ্রদেশের শোনভদ্রের পাথর খনিতে (stone quarry)। শুক্রবার...