করোনা আক্রান্ত রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। বৃহস্পতিবার তাঁর শরীরে করোনার সংক্রমণ পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, মন্ত্রীর বাড়ির পরিচারিকা করোনা আক্রান্ত ছিলেন৷ পরিচারিকার করোনা আক্রান্ত হওয়ার পর মন্ত্রীর পরিবারের সদস্যদের করোনা পরীক্ষা করা হয়। আর তাতেই সুজিত বসুর শরীরে করোনাভাইরাস পাওয়া গিয়েছে। সুজিত বসুই রাজ্যের প্রথম কোনও মন্ত্রী যিনি করোনা আক্রান্ত হলেন। বাড়িতেই আইসোলেশনে আছেন তিনি।
