Sunday, August 24, 2025

জুনে শেষ পঙ্গপালের প্রজনন, বিদেশ থেকে কীটনাশক এনে দমন করার চেষ্টা

Date:

Share post:

মারণ ভাইরাসের আক্রমণে দেশের অর্থনীতি তলানিতে গিয়ে ঠেকেছে। তার উপর শুরু হয়েছে পঙ্গপালের হানা। গত ২৭ বছরে ভারতের একাংশে রেকর্ড হানা পঙ্গপালের। এই পঙ্গপাল দমন করতে ব্রিটেনের থেকে আনা হচ্ছে কীটনাশক স্প্রেয়ার। অন্যদিকে, পঙ্গপালের প্রজনন শেষ হবে জুনে। ফলে পঙ্গপালের আক্রমণ বাড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।

বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর জানিয়েছেন পঙ্গপাল দমন করতে ব্রিটেন থেকে দু সপ্তাহের মধ্যে ১৫ টি স্প্রেয়ার আনা হবে৷ ফের কেনা হবে আরও ৪৫ টি স্প্রেয়ার। কীভাবে ব্যবহার করা হবে? উঁচু গাছ ও দুর্গম এলাকায় কীটনাশক ছড়ানোর জন্য ড্রোন ব্যবহার করা হবে। প্রয়োজনে হেলিকপ্টারের সাহায্যও নেওয়া হতে পারে। এদিকে বিশেষজ্ঞরা জানিয়েছেন, জুন মাস থেকে ইথিওপিয়া, কেনিয়া, সোমালিয়ার মরুভূমিতে প্রজনন প্রক্রিয়া শেষ হওয়ায় হাজার হাজার নতুন পঙ্গপাল তৈরি হবে। তারপর পঙ্গপালের দল যাবে দক্ষিণ সুদানের দিকে।

পঙ্গপালের হানায় বিধ্বস্ত রাজস্থান, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, গুজরাত, মহারাষ্ট্র। জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে পূর্ব মহারাষ্ট্র হয়ে মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ঢোকে এই পঙ্গপাল। এই পঙ্গপালরা প্রতি ঘণ্টায় ১৫ থেকে ২০ কিলোমিটার গতিতে একদিনে ১৫০ কিমি পথ পাড়ি দিতে পারে। তবে জানা যাচ্ছে, পঙ্গপাল যে পথ পেরোচ্ছে সেখানে শস্য পেলে অন্য কিছু খাচ্ছে।

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...