Monday, August 25, 2025

কোন কোন খাতে টাকা দিচ্ছে রাজ্য সরকার?

Date:

Share post:

আমফান পরবর্তী পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার এক হাজার কোটি টাকা সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছিল। পাশাপাশি রাজ্য সরকার এক হাজার কোটি টাকা দিয়েছে। শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ক্ষতির পরিমাণ এতটাই বেশি যে এই টাকায় হচ্ছে না। বিভিন্ন খাতে ৬২৫০ কোটি টাকা দেবে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন-

১. ৫ লক্ষ পরিবার যাঁদের ঘর নষ্ট হয়ে গিয়েছে, তাঁদের ২০ হাজার টাকা দেওয়া হবে।

২. ২৮ হাজার টাকা পাওয়া যাবে ১০০ দিনের কাজের মধ্যে দিয়ে।

৩. বাড়তি অনুদান হিসেবে ২০ লক্ষ কৃষকদের জন্য ৩০০ কোটি ব্যবস্থা করা হয়েছে। কৃষকরা মাথাপিছু ১৫০০ টাকা পাবেন।

৪. পানের বরজের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ১ লক্ষ লোককে ৫ হাজার টাকা দেওয়া হবে। আরও ১৫ হাজার টাকা যাতে তাঁরা পায় তার জন্য ১০০ দিনের কাজের ব্যবস্থা করা হবে। সবমিলিয়ে ২০ হাজার টাকা পাওয়া যাবে পানের বরজের জন্য।

৫. টিউবওয়েলের জন্য ২৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

৬. সেচ দফতরের বাঁধ মেরামতের জন্য ২০০ কোটি টাকা দেওয়া হয়েছে।

৭. গ্রামীণ রাস্তা সংস্কারের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

৮. স্কুল বিল্ডিং, পানীয় জল, শৌচালয় এর জন্য ১০০ কোটি টাকা দেওয়া হবে।

৯. পোল্ট্রি গবাদি পশুর জন্য ১০০ কোটি টাকা দেওয়া হবে।

১০. মৎস্য দফতরের জন্য ১০০ কোটি টাকা রাখা হয়েছে।

১১. উদ্যান পালনের ক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে ১০০ কোটি টাকা।

১২. জুন মাসে কৃষক বন্ধু প্রকল্পের জন্য ৮০০ কোটি টাকা দেওয়া হবে।

১৩. জয় বাংলা, জয় জহর সহ বিভিন্ন প্রকল্পের জন্য ১ হাজার কোটি টাকা রাখা হয়েছে।

১৪. সুন্দরবনে ১০ লক্ষ ম্যানগ্রোভ গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

spot_img

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...