রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। এখন তিনি হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। তাঁর স্ত্রীও করোনা আক্রান্ত। উপসর্গহীন দু’জনেরই চিকিৎসা চলছে বাড়িতে।

সুজিত বসুর অনুগামীর ও বিধাননগর পুরসভা এলাকার কিছু মানুষ তাঁর দ্রুত আরোগ্য কামনায় আজ, শনিবার হোম-যজ্ঞ করলেন!

পুরোহিত ডেকে রীতিমতো আচার-অনুষ্ঠান মেনে সুজিত বসুর ছবি সামনে রেখে হলো এই যজ্ঞ। তবে পুরোটাই সামাজিক দূরত্ব বিধি মেনে হয়েছে বলে দাবি তাঁর অনুগামীদের।
