Friday, November 21, 2025

Breaking: তুমিই বহিষ্কৃত ছিলে, তোমাকে কেন উত্তর দেব? সুদীপকে সাধন

Date:

Share post:

সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পাঠানো শো কজের চিঠির কৌশলী জবাব দিলেন সাধন পান্ডে।

উত্তর কলকাতা জেলা তৃণমূলসূত্রে খবর, শুক্রবার বিকেলে জেলা সভাপতি সুদীপের দপ্তরে সাধনের চিঠি এসেছে।

জানা গিয়েছে, সাধন পান্ডে লিখেছেন সুদীপ নিজেই যেহেতু দলবিরোধী কাজের অভিযোগে দল থেকে সাসপেন্ড ছিলেন এবং দলের বিরুদ্ধে ভোটেও লড়েছেন, তাই সুদীপের কাছে তিনি নিজের আনুগত্য প্রমাণের দায় রাখেন না। কারণ তৃণমূলে যোগ দেওয়ার পর থেকে তিনি কখনও দল ছাড়েননি।
সাধন লিখেছেন, তাঁর যদি কৈফিয়ত দেওয়ার হয়, তিনি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে জানাবেন।
সাধন পান্ডে লিখেছেন, সুদীপের উচিত উত্তর কলকাতায় সংগঠনে মন দেওয়া। কারণ লোকসভা ভোটে বিপুল বুথে তৃণমূল পিছিয়ে।
সাধন আরও লিখেছেন, বাধ্য হয়ে কোনো ক্ষোভের কথা জানানো মানেই দলের শত্রু ভাবা ঠিক নয়।
সাধন চিঠিতে দলনেত্রীর সঙ্গে তাঁর দীর্ঘ রাজনৈতিক যাত্রাপথের কথা লিখেছেন। পুরনো ও সিনিয়র নেতা, কর্মীদের সম্মানের কথা বলেছেন।

জেলা তৃণমূল সূত্রে খবর, সুদীপবাবু চিঠির বিষয়টি পার্থ চট্টোপাধ্যায়কে জানিয়ে দিচ্ছেন।

সূত্র বলছে, সাধনবাবু শেষে সুদীপবাবুকে এটাও লিখেছেন যে একটি চিঠি বা রাজনৈতিক পরিস্থিতিতে তাঁদের দুজনের সম্পর্কে প্রভাব পড়বে না।

এদিকে, সাধনবাবুর শিবির মুখে কুলুপ এঁটে বসে আছে। একটি সূত্র জানাচ্ছে, তাঁর ” কৈফিয়ত” তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পাঠিয়ে দিয়েছেন। তাতে তিনি কী লিখেছেন, তা এখনও পর্যন্ত জানা যায়নি।
এদিকে দলের নির্দেশে পরেশ পালকেও শোকজ করা হচ্ছে সাধনকে আক্রমণের জন্য।
সাধন অবশ্য এদিন মুখে কুলুপ এঁটে এলাকায় ত্রাণ ও অন্যান্য কর্মসূচিতে ব্যস্ত ছিলেন।

spot_img

Related articles

শ্রম আইনগুলির সরলীকরণ-সুবিধাজনক করতে ৪টি শ্রমবিধি রূপায়ণের ঘোষণা কেন্দ্রের

কেন্দ্রীয় সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত। চারটি শ্রমবিধি (Labour Laws) রূপায়ণ ঘোষণা। বিধিগুলি হল মজুরি বিধি ২০১৯, শিল্প সম্পর্ক বিধি...

সুপার ওভারে নাটকীয় ম্যাচ, বৈভবের দুরন্ত ইনিংসেও ভারতের স্বপ্নভঙ্গ

ক্রিকেটের পর ফুটবল, ফের বাংলাদেশের কাছে হার ভারতের।  এশিয়া রাইজিং স্টার্স কাপ ২০২৫(Rising Stars Asia Cup 2025) থেকে...

বহরমপুর স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গ্রেফতার মহিলা!

শীতের সকালের হালকা কুয়াশাকে আড়াল করে আগ্নেয়াস্ত্র পাচারের চেষ্টা—শেষমেশ সেই চক্রের দুই সদস্যকে পাকড়াও করল বহরমপুর থানার পুলিশ।...

ইন্ডিপেন্ডেন্ট ফিল্মের বিরোধী নয় ফেডারেশন: জানালেন স্বরূপ-রাহুল-পাভেলরা

ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ও ফিল্ম ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের বিরোধী নয় ফেডারেশন। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে অপপ্রচার চলছে তা...