Monday, November 10, 2025

কার কথায় নেমে ঝামেলায় পরেশ পাল, প্রশ্ন দলের অন্দরেই

Date:

Share post:

পচা শামুকেই সম্ভবত পা কেটেছেন তৃণমূল বিধায়ক পরেশ পাল৷

দিনকয়েক আগে রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডের বিরুদ্ধে প্রকাশ্যেই তোপ দেগেছিলেন পরেশ৷ সাধন পাণ্ডেকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করে দলের বর্ষীয়ান বিধায়ক পরেশ পাল গত বৃহস্পতিবার বলেছিলেন,“সিবিআই- এর হাত থেকে মেয়েকে বাঁচাতেই সাধন পাণ্ডে বিজেপিকে সন্তুষ্ট করছে। শোকজ নয়, দল থেকে সাধন পাণ্ডেকে তাড়াতে হবে। ওকে দল থেকে বের করে দিলে আমরা সবাই গঙ্গা স্নান করে ভালো করে দলটা করতে পারব।”

দলীয় শৃঙ্খলা ভেঙে এই ধরনের মন্তব্যের পর তৃণমূল নেতৃত্ব শো-কজ করে পরেশ পালকে৷ ওদিকে দলের অভ্যন্তরেই প্রশ্ন ওঠে, নিজের ইচ্ছায় এই পরিস্থিতিতে এত বড় ঝুঁকি পরেশ পাল নেননি৷ কার বা কাদের প্ররোচনায় প্রবীণ এই বিধায়ক দলের এক মন্ত্রীর বিরুদ্ধে সরব হলেন, তাঁর বা তাঁদের নামও প্রকাশ্যে আসা উচিত৷

ওদিকে জানা গিয়েছে, ঘনিষ্ঠ মহলে পরেশ পাল নাকি বলেছেন, তাঁর ধারনা ছিলো দলের সুপ্রিমো বিষয়টি জানেন৷ এমনই বলা হয়েছিলো তাঁকে৷ কিন্তু পরবর্তী পরিস্থিতিতে তিনি বুঝেছেন, তাঁর ধারনা সঠিক নয়৷ পরেশ-ঘনিষ্ঠ মহলের বক্তব্য, ” বোঝা যাচ্ছে না দাদা এই সংকটজনক পরিস্থিতিতে কেন এভাবে মুখ খুললেন৷ নিশ্চয়ই দাদাকে কেউ এ কাজ করতে বলেছিলো৷ কিন্তু কে বা কারা বলেছে, তা জানিনা৷”
পরেশ পালের এ ধরনের মন্তব্যেই স্পষ্ট হয়েছে, সুপ্রিমোর নাম ব্যবহার করে তাঁকে কেউ মিথ্যা বুঝিয়েছিলেন৷ সে কারনেই সেদিন তিনি সাধন পাণ্ডের বিরুদ্ধে ওইভাবে তোপ দেগেছিলেন৷

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...