কলকাতায় পরিষেবা নিয়ে অনিশ্চয়তা থাকলেও, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে সোমবার সকাল থেকে মুর্শিদাবাদের রাস্তায় নামল বেসরকারি বাস। জেলার আটটি বাস মালিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সকাল থেকে পুরনো ভাড়ায় সমস্ত রুটে বাস পরিষেবা চালু হয়। কান্দি বাস কল্যাণ সমিতির সভাপতি তপন ঘোষ জানান, “পুরনো বাস ভাড়াতেই যাত্রী পরিষেবার দিকে লক্ষ্যে রেখে আমরা বাস রাস্তায় নামিয়েছি। এতে আমাদের লোকসান হবে। আমরা আশা রাখছি, সরকার এই বিষয়ে আমাদের জন্য কিছু করবে”।

বাস পরিষেবা চালু হলেও, যাত্রীদের ভিড় চোখে পড়েনি। এক বাস কর্মী বলেন, সব মানুষ এখনও জানতে পারেননি বাস চালু হয়েছে, জানতে পারলে অবশ্যই যাত্রী হবে”। বাস চালানোর ক্ষেত্রে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও বাস মালিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
