বহুতল আবাসনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য বহরমপুরে। সোমবার দুপুরে মুর্শিদাবাদ বহরমপুরের রানিবাগানের একটি আবাসনে আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন। স্থানীয়দের তৎপরতায় উদ্ধার করা হয় আবাসনে আটকে থাকা আবাসিকদের। উদ্ধার করা হয় বেশ কয়েকটি মোটর বাইক সহ বেশকিছু সামগ্রী। দমকলে চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশ কয়েক লক্ষ টাকার বলে অনুমান। ঠিক কীভাবে এই অগ্নিকাণ্ড ঘটল তা জানতে তদন্ত শুরু হয়েছে।
