জল্পনায় থাকলেও বিজেপির নতুন রাজ্য কমিটিতে নিখোঁজের তালিকাটি আপাতত এরকম:

শুভ্রাংশু রায়

রূপা গঙ্গোপাধ্যায়

শোভন চট্টোপাধ্যায়

বৈশাখী বন্দ্যোপাধ্যায়

অনুপম হাজরা

কাশেম আলি

ডাঃ অর্চনা মজুমদার

শঙ্কুদেব পাণ্ডা

চন্দ্রকুমার বসু

দেবজিৎ সরকার।
বাদশা আলম
অমিতাভ রায়
মনোজ টিগ্গা
বিজয় ওঝা
শমীক ভট্টাচার্য
নিশীথ প্রামানিক
বিপ্লব মিত্র
শান্তনু ঠাকুর
এঁরা বিভিন্নভাবে সক্রিয় ছিলেন। পদ পেতে পারেন বলে আলোচনাও ছিল। কিন্তু বড় পদগুলিতে এঁদের দেখা গেল না।