Sunday, January 11, 2026

আমফানের দাপটে চুরমার সুন্দরবনের প্রায় সব ট্যুরিস্ট স্পট

Date:

Share post:

আমফানের জেরে বিধ্বস্ত সুন্দরবন সংলগ্ন পর্যটনকেন্দ্রগুলি। সাতমাস আগে ‘বুলবুল’ এসে তছনছ করে দিয়েছিল স্থানগুলি। সেই ক্ষত সেরে উঠতে না উঠতেই ফের আমফানের দাপটে চুরমার।

সাতমাস আগে লজ এবং অতিথি নিবাসগুলির বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থা, সবুজায়ন থেকে শুরু করে সার্বিক পরিকাঠামোই তছনছ করে দিয়েছিল বুলবুল। সেই ক্ষত মেরামত করে এগুলি যখন চাঙ্গা হয়ে ওঠার মতো জায়গায় এসেছিল, ঠিক তখনই আমফানের হামলা। একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ৯০ শতাংশ পর্যটনকেন্দ্রকে, দাবি সেখানকার পরিচালন কর্তাদের।

পর্যটন বিভাগ সূত্রে খবর, বকখালির হেনরি আইল্যান্ড, ফ্রেজারগঞ্জ, সাগরদ্বীপ, কাকদ্বীপ, সজনেখালি পর্যটন নিবাস, পাথরপ্রতিমার ভগবৎপুর কুমির প্রকল্প, বনিক্যাম্প, কলসদ্বীপ, গোবর্ধনপুরে সব লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। এগুলি সবই সরকারি সংস্থা। বেসরকারিভাবে মৌসুনি দ্বীপে স্বয়ম্ভর গোষ্ঠীর পরিচালনায় ক্যাম্প হাউস রয়েছে। গোসাবার পাখিরালয়, লাহিড়ীপুর, সাতজেলিয়া, লাক্সবাগান, শান্তিপুর ও পাথরপ্রতিমার জি প্লটে বেসরকারি ট্যুরিস্ট লজ রয়েছে। এখন কোনওটিরই কোনও অস্তিত্ব নেই। কোথাও ঘরের ছাদ উড়ে গিয়েছে, কোথাও পুরো পরিকাঠামো মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ার জায়গাগুলি এখনও বিদ্যুৎহীন।

মৎস্য দফতরের অধীন বকখালির হেনরি আইল্যান্ডের অর্ধেক গাছ বুলবুল ঝড়ের শেষ হয়ে গিয়েছিল। বাকি যা ছিল তা এবার শেষ। পর্যটকদের থাকার জন্য এ, বি এবং সি তিনটি সেক্টরে লজগুলির প্রতিটির মাথার টিনের ছাউনি উড়ে গিয়েছে। কাচের জানালা ভেঙেছে। বিদ্যুতের তার ও খুঁটি একটিও নেই। ১১০০ ভোল্টেজের সংযোগের ব্যবস্থাও মুখ থুবড়ে পড়েছে। ওই আইল্যান্ডের মধ্যে চিংড়ির চাষ হয়। সেই চাষের জন্য কয়েকশো শেডসহ সরঞ্জাম সব উড়িয়ে নিয়ে গিয়েছে। অধিকাংশ জায়গা বিদ্যুৎহীন। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ আড়াই কোটির উপর বলে জানিয়েছে মৎস্য দফতর। একই অবস্থা ফ্রেজারগঞ্জেও। পর্যটন দফতরের অধীন বকখালি টুরিষ্ট লজে অবশ্য বুলবুলের মতো ক্ষতি হয়নি। তবে উম-পুনের দিন বৃষ্টিতে সামনের ঝাউগাছের জঙ্গল নষ্ট হয়েছে। রায়দিঘি রেঞ্জের বনি ক্যাম্প ও কলস দ্বীপ, ভগবৎপুর কুমির প্রকল্পের লজ থেকে বনকর্মীদের আবাসন ভেঙে গিয়েছে। বিদ্যুৎ নেই। সব মিলিয়ে কবে এই ক্ষতি কাটিয়ে ফের দাঁড়ানো যাবে, সেই ব্যাপারে অনিশ্চিয়তায় পর্যটনকেন্দ্রগুলি। কবে স্বাভাবিক হবে পরিস্থিতি তা জানা যাচ্ছে না।

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...