Saturday, November 15, 2025

২৯৪টি কেন্দ্রেই দলের বিধায়ক ও নেতাদের প্রচারে নামার নির্দেশ দিলেন অভিষেক

Date:

Share post:

করোনা ও আমফান নিয়ে বিজেপি-সহ বিরোধীদের বক্তব্যের জবাবি প্রচারে ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই নেমে পড়তে দলের বিধায়ক ও পদাধিকারীদের নির্দেশ দিলেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়ে দিয়েছেন, ৫ জুন থেকে ১০ জুন পর্যন্ত রাজ্যের সব বিধানসভায় বিরোধীদের আক্রমণের জবাবে পাল্টা তথ্য-সহ প্রচারে নামতে হবে বিধায়কদের। জেলা সভাপতি এবং শাখা সংগঠনের প্রধানদের সঙ্গে ভিডিও বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়েছে৷ এই মুহূর্তের সংকটজনক পরিস্থিতিতেও বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের আর্থিক বঞ্চনা নিয়েও লাগাতার প্রচার চালাতে বলা হয়েছে নেতাদের।

অভিষেক বৈঠকে নির্দেশ দিয়েছেন, মহামারি পরিস্থতিতেও কেন্দ্র যেভাবে রাজ্য সরকারের এক্তিয়ারে ক্রমাগত হস্তক্ষেপ করে চলেছে, তা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধী৷ এটিও হবে প্রচারের অন্যতম বিষয়বস্তু। আগামী সপ্তাহ থেকেই রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে এই প্রচার কর্মসূচি নিয়ে নামতে বলা হয়েছে৷

যুব তৃণমূল সভাপতি বলেছেন,”দলের প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় আরও বেশি সক্রিয় হতে হবে। অন্যের এলাকায় কোনও বিধায়কের নাক গলানো চলবে না৷ দলের প্রত্যেক বিধায়ককে সাংবাদিক বৈঠক করতে হবে। যেখানে তৃণমূলের বিধায়ক নেই, সেখানে ব্লক সভাপতি, যুব ব্লক সভাপতিরা সাংবাদিক বৈঠক করবেন”৷

আগামী ৫ জুন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলের বিধায়কদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন। তার আগে জেলা সভাপতিদের মাধ্যমে দলের সব স্তরের নেতৃত্বকে জানিয়ে দেওয়া হল, সাধারণ মানুষের দুঃসময়ে নেতারা মানুষের সুখ-সুবিধা অবশ্যই দেখবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা সভাপতি ও বিভিন্ন শাখা সংগঠনের সভাপতিদের সঙ্গে কথা বলেছেন।

ত্রাণবিলি নিয়েও দলের মনোভাব স্পষ্ট করে বলা হয়েছে, “দলগতভাবে ত্রাণ বণ্টন নয়। আমফান- বিধ্বস্ত এলাকায় ত্রাণ বণ্টন চলবে সরকারি স্তরে। সরকারের কাজ সরকারই করবে৷ দলের কারও বিরুদ্ধে ত্রাণ নিয়ে কোনও অভিযোগ এলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বৈঠকে উপস্থিত মন্ত্রী তথা কলকাতা কর্পোরেশনের প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম দলীয় শৃঙ্খলা রক্ষার জন্য একটি ‘সেল’ গঠনের প্রস্তাব দেন। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও রাজ্য সভাপতি সুব্রত বক্সি এই প্রস্তাব খারিজ করে বলেন, করোনা ও আমফান-এর ফলে তৈরি হওয়া জরুরি অবস্থা নিয়ে দলের অনেকেরই অনেক পরামর্শ থাকতে পারে, তবে তা দলের ভিতরেই জানাতে হবে।

spot_img

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...