অসংগঠিত শ্রমিকদের আর্থিক সাহায্য করুক কেন্দ্র, আবেদন মুখ্যমন্ত্রীর

করোনা পরিস্থিতিতে পরিযায়ী-সহ অসংগঠিত শ্রমিকদের পাশে দাঁড়ানোর জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের টুইটার হ্যান্ডেল তিনি লেখেন, পিএম কেয়ার ফান্ড থেকে টাকা দেওয়া হোক। পরিযায়ী শ্রমিকদের ১০ হাজার টাকা করে সাহায্য দেওয়া হোক। ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হোক অসংগঠিত শ্রমিক ও হকারদের। সকলের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠিয়ে দিক কেন্দ্রীয় সরকার।

মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের ইচ্ছে ছিল, কিন্তু তাদের সঙ্গতি নেই। তাই কেন্দ্রের কাছে আবেদন করেন মমতা।

 

Previous article২৯৪টি কেন্দ্রেই দলের বিধায়ক ও নেতাদের প্রচারে নামার নির্দেশ দিলেন অভিষেক
Next articleকাবুলে বোমা বিস্ফোরণে নিহত মসজিদের ইমাম