একদল নরাধমের চক্রান্তে বারুদ-ঠাসা আনারস খেয়ে ফেলায় মর্মান্তিক মৃত্যু হয়েছে অন্তঃসত্ত্বা এক হস্তিনীর। কেরলের মলপ্পুরমের এই জঘন্য ঘটনায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি জানান, বন দফতর তদন্ত করছে। খুব শীঘ্রই ধরা পড়বে অপরাধীরা।

কেরলের মালাপ্পুরম জেলার একটি গ্রামে ঘুরে বেড়াচ্ছিল এক গর্ভবতী হাতি। খাবারের সন্ধানে জঙ্গল ছেড়ে বেরিয়ে এসেছিল লোকালয়ে। এরপর বাজি এবং বারুদে ঠাসা আনারস খেয়ে ফেলে ওই হাতিটি। গর্ভের সন্তান-সহ মৃত্যু হয়েছে পূর্ণবয়স্ক ওই হাতিটির। গ্রামেরই কয়েকজন বাসিন্দার বিরুদ্ধে এই কাণ্ড ঘটানোর অভিযোগ উঠেছে।
