সামরিক শক্তি বাড়িয়ে আগ্রাসী হচ্ছে চিন। শুধুমাত্র ভারত-চিন সীমান্তে নয়, ভারত মহাসাগরেও চিনা নৌসেনার আনাগোনা বেড়েছে। আর তাতে উদ্বিগ্ন হয়ে উঠেছে ভারত অস্ট্রেলিয়া। নতুন রণনীতির চুক্তি সই করেছে দুই দেশ। এই চুক্তিতে বলা হয়েছে, প্রয়োজন হলে একে অপরের সেনাঘাঁটি ব্যবহার করতে পারবে।

বৃহস্পতিবার ভার্চুয়াল সামিটে বসেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। ওই বৈঠকে মিউচুয়াল লজিস্টিকস সাপোর্ট এগ্রিমেন্ট চুক্তি স্বাক্ষর করে ন। পাশাপাশি ’দেশের অর্থনীতি, বাণিজ্য এবং প্রতিরক্ষা-সহ বেশি কিছু বিষয় উঠে আসে। এই চুক্তির ফলে ভারত মহাসাগর ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরে দুই দেশের মধ্যে সামরিক শক্তি বিনিময় পথ প্রশস্ত হলো। এর ফলে চিনের নৌবাহিনীকে চক্রব্যূহর মধ্যে ঘিরে ফেলা সহজ হবে।