Monday, August 25, 2025

চাষের জমি জলের তলায়, চাষির ঘরেই ভাত নেই!

Date:

Share post:

বিঘের পর বিঘে জমি জলের তলায়। সবুজে ঘেরা চাষের জমি হারিয়ে গিয়েছে কোথায়! পচা গন্ধ ছড়িয়েছে চারপাশে। নোনা জলে পচে গিয়েছে ফসল। হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ, বসিরহাটের সংগ্রামপুর, ইটিন্ডা— সর্বত্র একই ছবি। ক’‌দিন আগেও মাঠ ভরে ছিল ধানে। পটল, ঝিঙে, ঢেঁড়স, উচ্ছে, তরমুজ, শসা। টানা লকডাউনের মধ্যেও সবজিখেত থেকেই গ্রাসাচ্ছাদন চলছিল বেশ। অনটন মালুম হয়নি।

সোনালি ধানখেত, সবুজ সবজিবাগান— সব এখন জলের তলায় নিশ্চিহ্ন। প্রায় না খাওয়া অবস্থায় চাষি পরিবারগুলির। ত্রাণের খাবার তাঁদের একমাত্র ভরসা এখন।
বসিরহাট ১ ব্লকের সংগ্রামপুর–শিবহাটি পঞ্চায়েত। এই এলাকার পটল, ঝিঙে, লঙ্কা, কলা ,কচু, শাক জেলার বিভিন্ন বাজারে যায়। কামারডাঙা, সংগ্রামপুর, মেরুদণ্ডী, শিবহাটি, লবঙ্গ গ্রামের সবজিখেত ছারখার করে দিয়েছে আমফান। কয়েক মাস আগে বুলবুল এসে এই গ্রামের সব ফসল তছনছ করে দিয়েছিল। পরপর জোড়া ধাক্কায় মাথায় হাত এলাকার কৃষকদের। কয়েকজন কৃষকের অবস্থা আরও করুণ । তাঁরা জমি লিজ নিয়ে ঋণ করে ওল, লালশাক, কচু, বেগুন, রাঙা আলু চাষ করে এখন সর্বস্বান্ত। কী করে ঋণ শোধ করবেন ভেবে পাচ্ছেন না।

অন্যদিকে হাসনাবাদের পাটলিখানপুর, ঘুনি, ঘেরিপাড়া, খাঁপুকুর এলাকার মাছচাষের একেবারে দফারফা করে গেছে আমফান। আমফানের পর বাঁধের কাজ চলতে চলতেই আবার পূর্ণিমার কোটালে রায়মঙ্গল, কালিন্দী, ডাঁসা, ইছামতীতে জল ঢুকে পড়ল গ্রামে। হাসনাবাদের পাটলিখানপুর পঞ্চায়েতের টিয়ামারিতে কোটালের জল আবার বাঁধের মাটি ভাসিয়ে নিয়ে গেছে। হাউলি পাড়া, খাঁপুকুর, ঘুনি, বেলিয়াডাঙা গ্রামে এখন জোয়ার–ভাটা খেলছে। বুক সমান জল ঠেলে, কিংবা ভেলায় চেপে পাকা রাস্তায় এসে ত্রাণ সংগ্রহ করতে হচ্ছে।

spot_img

Related articles

পুণ্যের টানে ৬১জন একই ট্রাক্টরে! ট্রাকের ধাক্কায় যোগীরাজ্যে মৃত ৮

একটি ট্রাক্টরে একসঙ্গে ৬১ জন। সকলেই পুণ্যার্থী। উত্তর প্রদেশ থেকে রাজস্থানে পুণ্য লাভের আশায় যাওয়ার পথে ট্রাক্টরে ট্রাকের...

মহিলা সংঘের ভোটে বিপুল জয় তৃণমূলের, অন্য সমিতিতে জিতেই নন্দীগ্রামে ‘তাণ্ডব’ বিজেপির!

নন্দীগ্রামের সমবায় নির্বাচনে একদিকে নাটশাল–১ মহিলা সংঘে বিপুল জয় পেল তৃণমূল, অন্যদিকে বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির বোর্ড...

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...