Wednesday, November 12, 2025

চড়া রোদে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা যাত্রীদের,বাস-ভোগান্তি কমেনি বরং বেড়েছে

Date:

Share post:

 

চন্দন বন্দ্যোপাধ্যায়

আজ থেকে খুলে গিয়েছে অধিকাংশ অফিস। খুলছে শপিং মল, রেস্তোরাঁ, হোটেল। ফলে স্বাভাবিক ভাবেই পথে নেমেছেন বহু মানুষ। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের সুবিধার কথা ভেবে প্রায় ২ হাজার বাস রাস্তায় নামবে বলে জানিয়েছিল বেসরকারি বাস সংগঠন। কিন্তু বাস্তব চিত্র অন্য কথা বলছে । শহরের বিভিন্ন প্রান্তের ছবি দেখেই মালুম পাওয়া গেল বাস-ভোগান্তি কমেনি, বরং বেড়েছে। চড়া রোদে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও বাসে উঠতে না পেরে ক্ষোভে ফেটে পড়েছেন যাত্রীরা ।
ব্যারাকপুরে ভিড়ে ঠাসা মিনিবাস। করোনা সতর্কতায় সামাজিক দূরত্ব-বিধি শিকেয়। হাতেগোনা সরকারি বাসে দাঁড়িয়েও যাচ্ছেন যাত্রীরা।
সোদপুর মোড়। সকাল ৯ টাতেও বাস পেতে ভোগান্তি। রাস্তায় হাপিত্যেশ অপেক্ষা। বাসের সংখ্যা কম থাকায়, সামাজিক দূরত্ব-বিধি মানা সম্ভব হচ্ছে না বলে দাবি করেছেন যাত্রীরা ।
আনলক ওয়ানের পর কেটে গিয়েছে একটা সপ্তাহ। সোমবারও কামারহাটি মোড়ে বাসের জন্য প্রায় এক কিলোমিটার লম্বা লাইন। কয়েক হাজার যাত্রী ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও বাসে উঠতে পারছেন না। কয়েকটি রুটের বেসরকারি বাস চললেও, যাত্রী ভোগান্তি অব্যাহত।
ডানলপ মোড়ের বাস স্ট্যান্ডে সামাজিক দূরত্ব না মেনেই আজও লম্বা লাইন যাত্রীদের। এখানেও অপেক্ষা করছেন হাজার দুয়েক যাত্রী । কয়েকটি বেসরকারি বাসের দেখা মিললেও সরকারি বাস রাস্তা থেকে ভ্যানিশ।
ফলে ব্যারাকপুর থেকে সিঁড়ির মোড়, সর্বত্র অফিস যাত্রীদের ভিড়। পর্যাপ্ত বাস নেই বলে ক্ষুব্ধ যাত্রীরা মাঝেমধ্যেই বচসায় জড়িয়ে পড়েছেন বিটিরোডের যান নিয়ন্ত্রণে ব্যস্ত পুলিশ কর্মীদের সঙ্গে । বেশ কয়েকটি রুটের বাসে ভিড় থাকলেও আবার কয়েকটি বাসে যাত্রীর সংখ্যা হাতেগোনা। সবারই এক মত, ট্রেন না চলা পর্যন্ত এই দুর্ভোগ চলতেই থাকবে ।

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...