বিমান চালানোর প্রশিক্ষণের চলছিল। তার মধ্যেই বিপত্তি ওড়িশায়। সোমবার রাজ্যের ধেনকানল জেলায় একটি বিমান ভেঙে পড়ে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ক্যাপ্টেন ও এক ট্রেনি পাইলটের।

সংবাদ সংস্থা সূত্রে খবর, ওড়িশার বিরাসল এয়ারস্ট্রিপে এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, বিমান ওড়ানোর ট্রেনিং চলছিল। আচমকাই ভেঙে পড়ে ওই বিমানটি। মৃত ট্রেনি পাইলট আনিস ফাতিমা তামিলনাডুর বাসিন্দা। মৃত ক্যাপ্টেনের নাম সঞ্জীব কুমার ঝা ৷ তিনি বিহারের বাসিন্দা। তবে কী কারণে বিমানটি নিয়ন্ত্রণ হারাল তা স্পষ্ট নয়। ইতিমধ্যেই এই বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
