গর্ভপাত করতে আপত্তি জানিয়েছিল মেয়ে। তাতেই হলো চরম পরিণতি। ২০ বছরের মেয়েকে শ্বাসরোধ করে খুন করল বাবা-মা।

ওই তরুণী তেলেঙ্গনার কুরনুলের কলেজে পড়াশোনা করতেন। থাকতেন হস্টেলে। লকডাউন শুরু হাওয়ায় বাড়িতে ফেরেন ওই তরুণী। বাবা মা জানতে পারেন অন্য জাতের পুরুষের সঙ্গে সম্পর্ক রয়েছে তাঁর। এদিকে মাসিক ঋতুচক্র না হওয়ায় হাসপাতালে নিয়ে যান মেয়েকে। জানা যায়, মেয়ে গর্ভবতী। এরপরই মেয়েকে গর্ভপাত করার জন্য চাপ দিতে থাকে বাবা-মা। কিন্তু প্রস্তাবে রাজি হননি ওই তরুণী। জন্ম দিতে চেয়েছিলেন শিশুর। মেয়ের সিদ্ধান্ত নিতে পারেনি তাঁর পরিবার। অভিযোগ শ্বাসরোধ করে মেয়েকে খুন করেন বাবা-মা।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ভোরের দিকে শ্বাসরোধ করে তাঁকে খুন করা হয়। পরে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনা সাজিয়েছিল ওই দম্পতি। গ্রামবাসীর আই ওই তরুণীর গলায় দাগ দেখতে পান। ওই দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তে শ্বাসরোধের প্রমাণ পাওয়া গিয়েছে।
