দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিনিই লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি বাণিজ্য নগরী মুম্বইয়ের। আক্রান্তের সংখ্যা এই শহরে যেভাবে বাড়ছে তাতে উদ্বিগ্ন প্রশাসনও। এর ফলে শুধু সরকারি কর্মী নয়, মহারাষ্ট্র সরকার মার্চ মাসেই জনপ্রতিনিধিদের বেতনের ৬০ শতাংশ কাটার সিদ্ধান্ত নেয় ।তবে শুধু মহারাষ্ট্র নয়, বেতন কাটছাঁটের পথে পা বাড়িয়েছে তেলেঙ্গানাও। রাজ্য সরকারি কর্মীদের বেতনে ৬০ শতাংশ পর্যন্ত কাটছাঁট করেছে সেরাজ্যের সরকারও।শুধু স্থায়ী সরকারি কর্মচারীদেরই নয়,বেতন কমানো হয়েছে চুক্তিভিত্তিক কর্মী ও অবসরকালীন ভাতা প্রাপকদেরও। যাঁদের বেতন কাটা গিয়েছে, তাঁদের দেখে বাকি কর্মীরা আরও বেশি আতঙ্কিত। ফলে আতঙ্কের রেশ সর্বত্রই রয়েছে।
সম্প্রতি এক সমীক্ষায় দেখা গিয়েছে ভারতের ৮০ শতাংশ মানুষ করোনার জেরে লকডাউনে বেতনের কাটছাঁটের শিকার। এঁদের মধ্যে ৯০ শতাংশ মানুষ আগামীর কঠিন পরিস্থিতি নিয়ে নিজেকে তৈরি রেখেছেন ।
যাঁদের টাকা কাটছাঁট হয়েছে, তাঁদের ৫৩ শতাংশ সরকারের কাছ থেকে সাহায্য আশা করছেন।অন্যদিকে, ৬০ শতাংশ নিজের সেভিংস আর বিনিয়োগ থেকে কিছু টাকা সংসার খরচে ব্যয় করতে চাইছেন। বাকি ৩৯ শতাংশ পরিবার থেকে সাহায়্য চাইছেন। এই পরিস্থিতিতে
বেতনের কাটছাঁট দেখে অনেকেই আগামী দিনে নিজের সঞ্চয়কে মজবুত করে রাখতে চলেছেন।
