Saturday, November 8, 2025

আমেরিকায় কর্মরত ভারতীয়দের মাথায় হাত! H-1B ভিসা বন্ধের ভাবনা ট্রাম্পের

Date:

Share post:

H-1B ভিসা বন্ধের ভাবনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। মার্কিন যুক্তরাষ্ট্রে মহামারির আকার ধারণ করেছে নভেল করোনাভাইরাস। এর জেরে বহু সংস্থাই তাদের ঝাঁপ বন্ধ করেছে। ফলে সেদেশে বাড়ছে বেকারত্বের হার। এর মধ্যে যেসব ভারতীয় মার্কিন মুলুকে থেকে বিভিন্ন আইটি সংস্থায় কাজ করছিলেন তাঁদের কপালে চিন্তার ভাঁজ ফেলছে আমেরিকার প্রেসিডেন্টের সাম্প্রতিক ভাবনাচিন্তা। জানা গিয়েছে, নিজেদের দেশে বেকারত্বের সংখ্যা যেভাবে বাড়ছে সেই পরিস্থিতি বিবেচনা করে এবার H-1B ভিসা সহ বেশ কয়েকটি চাকরিকালীন সময়ের জন্যে মঞ্জুর করা ভিসা বন্ধ করার বিষয়ে বিবেচনা করছেন তিনি। মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নাল ট্রাম্প প্রশাসনের এক কর্তাব্যক্তির মন্তব্য তুলে ধরে জানিয়েছে যে, এই ধরণের ভিসা কর্মসূচি নিষিদ্ধ করার প্রস্তাবটি মার্কিন সরকারের নয়া অর্থবছর ১ অক্টোবর থেকেই কার্যকর করা হতে পারে।

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি রিপোর্টে বলা হয়েছে, ‘এই নতুন সিদ্ধান্তের ফলে দেশের বাইরে থেকে আমেরিকায় কাজের সন্ধানে আসা নতুন H-1B ভিসাধারীদের নিষিদ্ধ ঘোষণা করা হবে। তবে এই কর্মসূচির আওতায় ইতিমধ্যেই মার্কিন মুলুকে কর্মরত ব্যক্তিদের উপর তেমন কোনও প্রভাব পড়ার সম্ভাবনা নেই বলেই ধরে নেওয়া হচ্ছে। তবে হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে যে এই বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং প্রশাসন নানা দিক বিবেচনা করছে।

এই রিপোর্টে আরও বলা হয়েছে, এইচ -ওয়ান বি ভিসা ছাড়াও, এইচ -টু বি ভিসা স্বল্প মেয়াদের কাজের জন্য মঞ্জুর করা হয়। এবার সেটিও বন্ধ করার ভাবনা করছেন আমেরিকার প্রেসিডেন্ট।

ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তের ফলে আমেরিকাতে চাকরির সন্ধানে থাকা হাজার হাজার ভারতীয়ের হাত থেকে কাজের সুযোগ হাতছাড়া হয়ে যাবে। ইতিমধ্যেই আমেরিকাতে কর্মরত ভারতীয়রা করোনা মহামারির কারণে অনেকেই চাকরি হারিয়েছেন।

spot_img

Related articles

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৮ নভেম্বর (শনিবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

একলাফে বাড়ল বিহারের ভোট: ফায়দা কার? আশা দেখছে উভয়পক্ষ!

বিহারের বিধানসভা নির্বাচনের প্রথম দফা চমকে দিয়েছে নির্বাচন কমিশনকে। প্রথম দফার নির্বাচনে ভোটদানের হার এক লাফে এতটা বেড়েছে,...

এশিয়া মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দেশের জন্য সোনা জয় বাংলার মহিলা সিভিক ভলেন্টিয়ারের

আন্তর্জাতিক স্তরে দেশের নাম উজ্জ্বল করলেন বাংলার মহিলা সিভিক ভলেন্টিয়ার। ২২টি দেশকে টেক্কা দিয়ে আন্তর্জাতিক স্তরের জ্যাভলিন থ্রো...

আউট না হয়েও প্যাভিলিয়নে ফিরলেন অভিষেক-গিল,পঞ্চম টি-টোয়েন্টির শুরুতেই ছন্দপতন

ব্রিসবেনে আগ্রাসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ান বোলারদের ছন্দ নষ্ট করতে পঞ্চম টি-টোয়েন্টির (Ind vs Aus 5th T20) শুরু থেকেই স্বমহিমায়...