Thursday, November 13, 2025

কলেজ টিচার সবজি বেচছে-মৃতদেহ লোপাট হচ্ছে! ফের রাজ্যকে তীব্র আক্রমণ সুজনের

Date:

Share post:

ফের রাজ্য সরকারকে তীব্র ভাষায় আক্রমণ সিপিএম নেতা সুজন চক্রবর্তী। শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য কিংবা করোনা মোকাবিলায় রাজ্য সরকারের ব্যর্থতা তুলে ধরেন বাম পরিষদীয় দলনেতা। একাধিক অভিযোগ তুলে তিনি মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে চিঠি লেখেন।

সুজন চক্রবর্তীর কথায়, প্রাইমারি, এসএসসি টেট পরীক্ষা-সহ রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে যা চলছে ভাবা যায় না। এখানে ঘুষ দুর্নীতি চলছে। আর কোনও নীতি-নিয়মের বালাই নেই। টেট পরীক্ষার যে হয়েছিল ২০১৭ সালে ও আপার প্রাইমারি হয়েছিল ২০১২ সালে, এখনও পর্যন্ত তার সুরাহা হলো না। ছাত্র-ছাত্রীদের ভবিষ্যত নিয়ে ছিনিমিনি খেলছে এই সরকার। এই নিয়ে বিধানসভায় সিপিএম ও কংগ্রেস যৌথভাবে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেছিল। তিনি বিষয়টি দেখবেন বলে এড়িয়ে গেছেন বরাবর।

সুজনের দাবি, আজও সেসব ছাত্রছাত্রীরা ফোন করে জানতে চাইছে কী হবে। চাকরির বয়সের শেষ সীমানায় পৌঁছাতে আর বেশি দেরি নেই অনেকের। এই নিয়ে একাধিক মামলা হয়েছে হাইকোর্টে। যাতে করে আরও সময় পেয়ে যায়। বেতনক্রম নিয়ে মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছিলেন, সেটাও বাস্তবায়ন হয়নি।

এই কঠিন পরিস্থিতিতে খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, কলেজ টিচার এই সময়ে সবজি বিক্রি করছেন পেটের তাগিদে। অনেকে অনলাইন ক্লাস নিচ্ছে। কিন্তু গত ৬ মাস ধরে একটি পয়সাও বেতন পায়নি বলে অভিযোগ করলেন সুজন চক্রবর্তী। তাঁর আরও অভিযোগ, রাজ্যের সর্বস্তরের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করছে এই সরকার।

অন্যদিকে, করোনা ইস্যুতে স্বাস্থ্যবিধি নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে সুজন চক্রবর্তী বলেন, রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। করোনা নিয়ে তথ্য, গোপন মৃতদেহ লোপাট চলছে। কোনও পরীক্ষা হচ্ছে না। সেইসঙ্গে পরিযায়ী শ্রমিক যাঁরা এসেছেন, তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থা ঠিকমতো করছে না বলেও রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনলেন সুজন।

spot_img

Related articles

KIFF: সমাপ্তির বিষাদ ভুলে চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে সিনে দশমীর বর্ণময় অনুষ্ঠানের জৌলুস 

শহরে এসেছিল দেশ বিদেশের ছবি। এক সপ্তাহ ধরে জমল সিনে আড্ডা। নানা ভাষার সিনেমা দেখে উচ্ছ্বসিত সাধারণ দর্শক...

লাদাখে চালু হল বিশ্বের সর্বোচ্চ বিমানঘাঁটি

১৩,৭০০ ফুট উচ্চতা নিয়ে বিশ্বের সেরা সামরিক বিমানঘাঁটি তৈরী হল এবার লাদাখে। লাদাখের চাংথাং নিওমা বিমানঘাঁটি বুধবার বায়ুসেনা...

আগামী বছর আরও বড় কিছু করব-Big Jump: “জনগণের উৎসব Kiff”-র সমাপ্তিতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর 

“আমরা আগামী বছর আরও বড় কিছু করব…Big Jump“-৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে আচমকা হাজির হয়ে...

কমিশনের হিসাবে ফর্ম পৌঁছে বিলিতে ১ নম্বর, তবু বাংলায় প্রশিক্ষণই অসম্পূর্ণ BLO-দের!

৪ নভেম্বর থেকে দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইউনিমারেশনের কাজ শুরু করেছিল নির্বাচন কমিশন। ১১ নভেম্বরের মধ্যে...