Saturday, August 23, 2025

ফ্ল্যাটের ভাড়া মাসে ৪.৫ লক্ষ! পাটনাতেই শেষকৃত্য অভিনেতা সুশান্তর

Date:

Share post:

কোনটা ঠিক? মায়ের স্মৃতি, অবসাদের অসুস্থতা নাকি আর্থিক নিরাপত্তা? নাকি তিনের মিশ্রণ। যত সময় এগোচ্ছে শেষের কারণটাই প্রতিষ্ঠিত করছে। হতাশা বাড়ছিল কেরিয়ার নিয়ে। পরপর তিনটি বড় বাজেটের ছবি হাতছাড়া হয়েছিল সম্প্রতি। শেষ ছবি জ্যাকলিনের সঙ্গে ‘ড্রাইভ’। চলেনি। হতাশা বাড়িয়েছিল। বছরের শুরুতে পুরনো ফ্ল্যাট পিছনের পেরিক্রস রোডের ফ্ল্যাট ছেড়ে উঠে আসেন বান্দ্রার নতুন ফ্ল্যাটে। ভাড়া প্রতি মাসে ৪ লক্ষ ৫১হাজার টাকা। আড়াই বছরের চুক্তি, অর্থাৎ ১ কোটি ৩৫ লক্ষ টাকা ভাড়া। ২০২২ সাল পর্যন্ত চুক্তি ছিল। হাতে প্রায় কাজ না থাকা অভিনেতা কি সেই কারণে চিন্তিত ছিলেন? আশঙ্কায় ছিলেন? নিজের ওপর ভরসা হারাচ্ছিলেন? সুশান্তর বাবাও শোকে মুহ্যমান। পাটনার বাড়ি থেকে তিনি মুম্বই আসছেন। দেহ নিয়ে যাবেন পাটনায়। সেখানেই হবে শেষকৃত্য। শনিবার রাতে বাবার সঙ্গে কথাও হয়। ওই রাতে এক টিভি সিরিয়াল অভিনেতা সুশান্তকে ফোন করলেও সাড়া পাননি।

সুশান্তর যে বন্ধু আজ, সকালে তাঁর ফ্ল্যাটে ছিলেন, তিনি জানান, সকালেই চলে আসি। সকাল সাড়ে এগারোটা হবে। পরিচারক জানায়, ঘর থেকে বেরিয়ে সুশান্ত ১০টা নাগাদ জুস নেন। নিয়ে ঘরে ঢুকে যান। এরপর সাড়ে এগারোটা নাগাদ বন্ধু আসে। সাড়া না পেয়ে তিনি ফোন করেন। কিন্তু ফোন তোলেননি। এবার বাইরে থেকে লোক ডেকে এনে চাবি তৈরি করে ঘর খুলে দেখা যায় তিনি সিলিং থেকে ঝুলছেন। পুলিশকে ফোন করেন পরিচারক। নামানো হয় দেহ। পোস্ট মর্টেম করতে গিয়ে সমস্যা হয়। আধার কার্ডে নাম সুশান্ত সিং রাজপুর আর প্যান কার্ডে সুশান্ত সিং। কোন নামে পোস্ট মর্টেম নথিভুক্ত হবে সে নিয় ধন্ধ তৈরি হয়। যেভাবে ধন্ধ তৈরি করে হয়েছে তাঁর মৃত্যু নিয়ে!

spot_img

Related articles

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...