দ্বিতীয় দফায় করোনাভাইরাস সংক্রমণের ভীতি জাঁকিয়ে বসছে মানুষের মনে। রবিবার বেজিংয়ে আরও ৩৬ জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। ফলে গত ১১ জুন থেকে সেখানে নয়া সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯। করোনা রুখতে ব্যর্থ হওয়ায় ফেংতাই জেলার সহ-প্রধান ঝাউ ইউকিংকে সরানো হয়েছে।

সোমবার চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, রবিবার পর্যন্ত ৪৯ জন নয়া আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। এরমধ্যে ১০ জনের বিদেশি যোগসূত্র আছে। বাকি ৩৯ এর মধ্যে ৩৬ জন বেজিংয়ের এবং বাকি ৩ জন হুবেই প্রদেশের বাসিন্দা। চিনের করোনা সংক্রমণের নয়া কেন্দ্রস্থলে পরিণত হবে বেজিং। এই নিয়ে তৈরি হয়েছে আতঙ্ক।

সূত্রের খবর, আক্রান্তের শিনফাদি বাজার যোগসূত্র রয়েছে। সংক্রমিতরা ওই বাজারে গিয়েছিলেন। অথবা বেজিংয়ের ওই বাজারের দোকানি তাঁরা। রবিবার সাংবাদিক বৈঠকে ফেংতাইয়ের প্রধান ঝ্যাং জি জানান, শিনফাদি বাজার সংলগ্ন অঞ্চলের ৪৬,০০০ বাসিন্দাদের নমুনা পরীক্ষার পরিকল্পনা করছে প্রশাসন। ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে বাজার। প্রাক প্রাথমিক স্কুল সহ বন্ধ হয়েছে তিনটি স্কুল। পাশাপাশি পুরোপুরি তালা বন্ধ করা হয়েছে ১১টি আবাসনে।
