বড়বাজারে শিশু খুনে অভিযুক্ত শিবকুমার গুপ্তাকে ১৪দিনের জন্য হেফাজতে নিল পুলিশ। যেভাবে খুন করা হয়েছে, সে ব্যাপারে বিস্মিত পুলিশও। তাই আগামীকাল তাকে মনোবিদদের সামনে বসিয়ে জেরা করা হবে।

জানা গিয়েছে, শিবরামের অপরাধপ্রবণ ব্যক্তি। এলাকা কেউই তাকে পছন্দ করত না। তার অত্যাচারে স্ত্রী নিরুদ্দেশ হয়ে যান। তাকে খুঁজে পাওয় যায়নি। এর আগে বহুবার বাড়ির লোকেদের সঙ্গে তার ঝগড়া হয়। শিশুদের চেঁচামেচি, খেলোধুলো পছন্দ করত না। এছাড়া মদ্যপানের অভ্যাস ছিল। মদ্যপান করলে মাত্রাজ্ঞান হারিয়ে হিংস্র হয়ে উঠত। পুলিশের প্রাথমিক জেরায় শিবকুমার খুনের ঘটনার কথা স্বীকার করে নিয়েছে।
