আমফান বিধ্বস্ত দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবার মানুষের পাশে সাহায্যের হাত বাড়াল স্বেচ্ছ্বা্সেবী সংগঠন ‘আমরা’। রবিবার, রাজু দাস, মহাদেব চক্রবর্তী, মিন্টু দাস, বাবুন নন্দী, সুব্রত দাস, মুকেশ সাউ-সহ ২০জনের দল গোসাবার শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতে গিয়ে ত্রাণ সামগ্রী তুলে দেয়। ছিঁড়ে, বিস্কুট, চিনি, বেবিফুড, মুড়ি ও মিনারেল ওয়াটার দেওয়া হয় ২১০ পরিবারকে। ত্রাণ পেয়ে আপ্লুত স্থানীয়রা।
