সব উস্কানির জবাব দিতে জানে ভারত, বেজিংকে উদ্দেশ করে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুখ খুললেন লাদাখে ভারত-চিন সংঘর্ষ নিয়ে। বেজিংকে উদ্দেশ্য করে স্পষ্ট ভাষায় প্রধানমন্ত্রীর হুমকি, সব ধরণের উস্কানি জবাব দিতে জানে ভারত। ভারত কোনওদিন কোনও দেশের বিরুদ্ধে উস্কানিমূলক কাজকর্ম করেনি। কোনওরকমের প্ররোচনা মানবে না দেশ। দেশের অখণ্ডতার সঙ্গে আপোস নয়। অখণ্ডতা অটুট রাখতে যে কোনও ধরণের পদক্ষেপ করতে তৈরি ভারত। শহিদ জওয়ানদের বলিদান ব্যর্থ হবে না।

১৫ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে বসার আগে প্রধানমন্ত্রী যখন দেশবাসীর উদ্দেশে এই বার্তা দিলেন, তখন অন্যদিকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়ে দিলেন আপাতত চিনের সঙ্গে আর কোনও বৈঠকে বসবে না ভারত। তিন বাহিনীর প্রধানকে যেকোনও ধরণের পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলেন বলা হয়েছে তিন বাহিনীর প্রধানকে। হাই অ্যালার্ট জারি করা হয়েছে নাথুলা পাসে।

Previous articleঅভিষেকের স্ত্রীর জয় হাইকোর্টে, খারিজ কাস্টমসের সমন
Next articleআমফান বিধ্বস্ত গোসাবার মানুষের পাশে ‘আমরা’