অভিষেকের স্ত্রীর জয় হাইকোর্টে, খারিজ কাস্টমসের সমন

কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা কাস্টমস কর্তৃপক্ষের৷

কাস্টমস কর্তৃপক্ষ দমদম বিমানবন্দরে এক ঘটনার প্রেক্ষিতে ২০১৯ সালের ২৬ মার্চ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় (নারুলা) এবং রুজিরা’র বোন মেনকা গম্ভীরের নামে এক সমন জারি করেছিলো৷ কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ সেই সমনকে অবৈধ এবং আইন বহির্ভূত চিহ্নিত করে বুধবার তা খারিজ করে দিয়েছেন৷ রুজিরা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু এদিন জানিয়েছেন,
আদালত বলেছে, কাস্টমস কর্তৃপক্ষের তরফে ২২মার্চ, ২০১৯ পুলিশে ওই বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে পুলিশি তদন্তও চলছে৷ এই পরিস্থিতিতে কাস্টমস কর্তৃপক্ষের আলাদাভাবে কোনও সমন জারি করার বা কাউকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করার আইনি অধিকার নেই৷ যে অভিযোগের ভিত্তিতে কাস্টমস সমন জারি করেছে, সে বিষয়ে যেহেতু তদন্ত চলছে, তাই কাউকে ডেকে পাঠিয়ে আর জিজ্ঞাসাবাদও করতে পারেনা কাস্টমস৷ তাই ওই সমন খারিজ করা হলো৷

আইনজীবী সঞ্জয় বসু জানিয়েছেন, গত ২০১৮ সালের ১ মার্চ রুজিরা বন্দ্যোপাধ্যায় (নারুলা) এবং তাঁর বোন মেনকা গম্ভীর ব্যাংকক থেকে ফেরার সময় যখন দমদম বিমানবন্দরে লাগেজের জন্য অপেক্ষা করছিলেন, তখন এক কাস্টমস আধিকারিক তাঁদের কাছে ঘুষ চেয়েছিলেন৷ এই ধরনের ঘুষ দিতে অস্বীকার করায় রুজিরা বন্দ্যোপাধ্যায় সে সময় গর্ভবতী থাকা সত্ত্বেও তাঁকে হেনস্থা পর্যন্ত করা হয়৷ এবং পরে এক মিথ্যা মামলায় তাঁদের যুক্ত করা হয়৷ সেদিন বিমানবন্দরে কাস্টমস দফতর রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর বোনের সমস্ত লাগেজ স্ক্রিনিংয়ের জন্য রেড চ্যানেলে নিয়ে যাওয়া হয়েছিলো৷ পরীক্ষা করে কোনও নিষিদ্ধ পণ্য পাওয়া যায় নি। যেহেতু কোনও অবৈধ পণ্য পাওয়া যায়নি, তাই রুচিরাদেবীরা বিমানবন্দর থেকে বেরিয়ে আসেন৷ ১মার্চ রুচিরা দেবী দমদম বিমানবন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেন৷ সেই অভিযোগের তদন্ত চলাকালীন কাস্টমস কর্তৃপক্ষ রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর বোনের নামে পৃথক সমন জারি করেন সেই সমনের আইনি বৈধতা চ্যালেঞ্জ করেই হাইকোর্টে মামলা করেন রুজিরা বন্দ্যোপাধ্যায়৷
আইনজীবী সঞ্জয় বসু জানিয়েছেন,ওই মামলাতেই হাইকোর্ট এদিন খারিজ করেছে কাস্টমস কর্তৃপক্ষের জারি করা সমন৷

Previous articleসুশান্তকে শ্রদ্ধা ফ্রান্সের ইন্টারন্যাশনাল স্পেস ইউনিভার্সিটির
Next articleসব উস্কানির জবাব দিতে জানে ভারত, বেজিংকে উদ্দেশ করে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী