সুশান্তকে শ্রদ্ধা ফ্রান্সের ইন্টারন্যাশনাল স্পেস ইউনিভার্সিটির

মহাকাশ থেকে কল্পবিজ্ঞান নিয়ে ছিল কৌতুহল। জমি কিনেছিলেন চাঁদে। বিশ্বের অন্যতম সেরা টেলিস্কোপ ছিল তাঁর কাছে। অবসরে তারাদের মধ্যে হারিয়ে যেতেন। রবিবার তাদের দেশে চলে গেলেন সুশান্ত সিং রাজপুত। তাঁকে শেষ শ্রদ্ধা জানাল ফ্রান্সের ইন্টারন্যাশনাল স্পেস ইউনিভার্সিটি।

নিজের সিনেমা “চন্দা মামা দুর কে” -র জন্য নাসা থেকে ট্রেনিং নিয়েছিলেন সুশান্ত। ফ্রান্সের বিশ্ববিদ্যালয় লিখেছে, “সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকস্তব্ধ।” বরাবরই মেধাবী ছাত্র ছিলেন সুশান্ত সিং রাজপুত। সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষায় সপ্তম স্থান অধিকার করেছিলেন। দিল্লি কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিলেন সুশান্ত। পদার্থবিদ্যা ন্যাশনাল অলিম্পিয়াডে প্রথম হয়েছিলেন তিনি। ইন্টারন্যাশনাল স্পেস ইউনিভার্সিটি টুইট করে জানিয়েছে, প্রয়াত অভিনেতা স্টেম অর্থাৎ সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিকস শিক্ষায় বিশ্বাসী ছিলেন।

Previous articleপুজোয় ট্যুরের ভাবনা IRCTC-র, মানতে হবে কয়েকটি স্বাস্থ্যবিধি
Next articleঅভিষেকের স্ত্রীর জয় হাইকোর্টে, খারিজ কাস্টমসের সমন