লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনার ওপর চিনা সেনার হামলার রেশ এসে পড়ল শি জিনপিংয়ের দেশ থেকে আমদানি করা বিভিন্ন পণ্যের ওপর।
বুধবার রাতে কেন্দ্রীয় সরকার নির্দেশিকা জারি করে জানিয়েছে, বিএসএনএল ও এমটিএনএলের ৪ জি পরিষেবায় ব্যবহার করা যাবে না চিনা যন্ত্র। নির্দেশে আরও বলা হয়েছে, দেশীয় সংস্থার থেকেই নিতে হবে যন্ত্র। চিনা সংস্থাকে এড়িয়ে নতুন করে টেন্ডার ডাকার নির্দেশ দিয়েছে কেন্দ্র। চিনকে কোনও টেন্ডার দেওয়া যাবে না। সাফ নির্দেশ মন্ত্রকের।
