পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ইন্ডিয়ান অয়েল দফতরের সামনে কংগ্রেসের বিক্ষোভ

করোনা মোকাবিলায় দীর্ঘ লকডাউনের পর ধীরে ধীরে ছন্দে ফিরছে কলকাতা। কিন্তু আনলক ফেজ ওয়ান শুরু হওয়ার পর থেকে প্রতিদিনই বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। এই কঠিন আর্থিক পরিস্থিতির মধ্যে টানা ১১দিন পেট্রোল-ডিজেলের দাম বাড়ায় অতিষ্ঠ মানুষ।

তাই পেট্রোল-ডিজেলের লাগাতার দাম বৃদ্ধির প্রতিবাদে
দক্ষিণ কলকাতা ঢাকুরিয়া মোড়ে ইন্ডিয়ান অয়েল দফতরের সামনে সামিল হয়েছিলেন কংগ্রেস কর্মীরা। যার নেতৃত্বে ছিলেন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়। তাঁদের দাবি, রোজ রোজ জ্বালানির দাম বাড়িয়ে কেন্দ্রীয় সরকার মানুষকে আরও আর্থিকভাবে পঙ্গু করতে চাইছে। অবিলম্বে
পেট্রোল-ডিজেলের দাম কমানোর দাবি করে কংগ্রেস।

এদিন ইন্ডিয়ান ওয়েল কর্তৃপক্ষকে কংগ্রেসের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়ার কথা থাকলেও, তা গ্রহণ করেনি তারা। এর প্রতিবাদে স্থানীয় লেক থানায় ডায়েরি করে কংগ্রেস। একইসঙ্গে অবিলম্বে পেট্রোল-ডিজেলের দাম কমানো না হলে বৃহত্তর আন্দোলন করবে কংগ্রেস, এমনটাই হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Previous articleকরোনা উপসর্গ থাকা রোগীকে ফেরানো যাবে না, বেসরকারি হাসপাতালগুলিকে বার্তা রাজ্যের
Next articleদ্বিতীয় পর্যায়ে বিপন্নদের পাশে উত্তর কলকাতা উদয়ের পথে