করোনা উপসর্গ থাকা রোগীকে ফেরানো যাবে না, বেসরকারি হাসপাতালগুলিকে বার্তা রাজ্যের

করোনা উপসর্গ নিয়ে রোগী গেলে, তাঁকে ফেরানো যাবে না- বৃহস্পতিবার নবান্নে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে এই বার্তা দিল রাজ্য সরকার। এদিন নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যসচিব রাজীব সিনহা জানান, করোনা পরিস্থিতি ও চিকিৎসা নিয়ে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হয়েছে। রাজীব সিনহা বলেন, করোনা উপসর্গ নিয়ে কোনো রোগী গেলে তাঁকে ফেরানো যাবে না, তার চিকিৎসা সবার আগে শুরু করতে হবে। প্রত্যেক বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে তারা কোভিড রোগী ফেরত পাঠাবে না।
মুখ্যসচিব জানান, রাজ্যে হাসপাতালে প্রায় 10 হাজার বেড রয়েছে। তার 50% খালি পড়ে আছে। বেসরকারি হাসপাতালে প্রায় রাজার বেড আছে।
এর পাশাপাশি স্যাটেলাইট হেলথ ফেসিলিটি রয়েছে বেসরকারি হাসপাতালগুলিতে। এরফলে যেকোনো প্রান্ত থেকে সাইটে ক্লিক করলে জানা যাবে কোথায় বেড খালি আছে।
এ দিনের বৈঠকে রাজ্যের বেসরকারি হাসপাতালগুলিকে করোনার চিকিৎসা ও পরীক্ষা ন্যায্যমূল্যে করতে হবে বলে জানানো হয়।
স্বাস্থ্য ক্ষেত্রে যে সব বেসরকারি প্রতিষ্ঠান কর্মীদের বেতন বাকি রেখেছে, সেইসব সংস্থাকে বেতন মিটিয়ে দিতে হবে বলে জানিয়েছে রাজ্য সরকার।

Previous articleকাছের তিনজনের আত্মহত্যার পর সুশান্ত! কোন যোগসূত্র?
Next articleপেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ইন্ডিয়ান অয়েল দফতরের সামনে কংগ্রেসের বিক্ষোভ