ভোটের সময় হাতির হানা থেকে ভোটারদের রক্ষা করতে তৎপর নির্বাচন কমিশন

এলিফ্যান্ট টাস্ক ফোর্সকেও যেকোনও রমকমের আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে।

জঙ্গলমহলের জেলাগুলিতে ভোটের সময় হাতির হানা থেকে সাধারণ ভোটারদের রক্ষা করতে নির্বাচন কমিশন ও রাজ্য বন দফতর বিশেষ ভাবে উদ্যোগী হচ্ছে। এধরণের প্রতিটি বুথে সশস্ত্র বনকর্মীদের মোতায়েন করা হবে। ভোট গ্রহণ কেন্দ্রের চার-পাঁচ কিলোমিটারের মধ্যে হাতির আনাগোনার ওপর কড়া নজরদারি চালানো হবে।

নির্ধারিত সীমার মধ্যে কোনও বুনো হাতি বা হাতির পাল চলে এলে তাদের সরিয়ে দেওয়া হবে বলে বন দফতরের তরফে জানানো হয়েছে। নির্বাচন কমিশন হাতির গতিবিধির ওপর ২৪ ঘণ্টা নজরদারির নির্দেশ দিয়েছে। এলিফ্যান্ট টাস্ক ফোর্সকেও যেকোনও রমকমের আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে।

উল্লেখ্য, লোকসভা ভোটের ষষ্ঠ দফায় আগামী ২৫ মে জঙ্গল মহলের চার জেলা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের পাঁচ আসনে ভোট নেওয়া হবে।

Previous articleনির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পর কমিশনের কাছে পিটিশন দায়ের করা যাবে, জানাল কমিশন
Next articleসমস্যা-অভিযোগ মুহূর্তে রেকর্ড হচ্ছে ট্যাবে! ভোটের আগেই বরানগরের ঘরের মেয়ে সায়ন্তিকা