Sunday, November 16, 2025

সময়ের আগেই ঋণমুক্ত রিলায়েন্স জিও! নতুন রেকর্ড আম্বানির

Date:

Share post:

ফের জিও’র জন্য দারুণ খবর। নিজেদের টার্গেট বা নির্ধারিত সময়ের অনেক আগেই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজকে ঋণমুক্ত ঘোষণা করতে সফল চেয়ারম্যান মুকেশ আম্বানি ৷ যার অধিকাংশটাই সফল হল জিও-র দৌলতেই৷ পাশাপাশি রাইটস ইস্যু৷

মাত্র ৫৮ দিনের মধ্যেই ১৬৮,৮১৮ কোটি টাকা বাজার থেকে তুলতে সক্ষম জিও ৷ এরমধ্যে শুধুমাত্র জিও-র ১১টি মেগা ডিল থেকেই এসেছে ১১৫,৬৯৩.৯৫ কোটি টাকা ৷ জিও-তে এই বিপুল পরিমাণে বিদেশি লগ্নি রিলায়েন্সকে মাত্র দু’মাসের মধ্যেই ঋণমুক্ত করতে সফল৷

প্রসঙ্গত, ২০১৬ সালের সেপ্টেম্বর থেকেই দেশজুড়ে জিওর বিনামূল্যে ৪জি ডেটা সরবরাহ মুকেশ আম্বানির বৃহৎ বাণিজ্যিক কৌশলেরই একটি অঙ্গ ছিল। যার জেরে জিও বর্তমানে ভারতের সর্ববৃহৎ টেলিকম সার্ভিস প্রোভাইডারে পরিণত হয়েছে। এর ফলে ১,৬০,০০০ কোটি টাকা ঋণের বোঝা চাপে আরআইএলের মাথায়। ফলত ২০২১-এর মার্চের মধ্যে ঋণমুক্ত সংস্থা হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করার লক্ষ্যে শেয়ার বিক্রির পথে হেঁটেছে জিও।

এরই মধ্যে ফেসবুক-সহ মোট ১১টি সংস্থার সঙ্গে মেগা ডিল সেরে ফেলেছে রিলায়েন্স জিও ৷ বৃহস্পতিবারের PIF-টা ধরলে এটি গত সাত সপ্তাহে নবম বিদেশি বিনিয়োগ জিও প্ল্যাটফর্মে৷ মাত্র ৮ সপ্তাহের মধ্যে ১১-তম বার লগ্নি জিওর। সবমিলিয়ে এখনও পর্যন্ত ১০২,৪৩২.৪৫ কোটি টাকা এল রিলায়েন্স জিও-র ঘরে৷

মুকেশ আম্বানি এ প্রসঙ্গে বলেছেন, “আমরা সকলের কাছে বারবারই প্রত্যাশা ছাপিয়ে নিজেদের প্রমাণ করি। এটাই রিলায়েন্সের আসল চারিত্রিক বৈশিষ্ট্য, যা সংস্থার ডিএনএ-তে ঢুকে গিয়েছে। তাই ঋণমুক্ত সংস্থা হিসেবে যে গর্ব অনুভব করছি। সেই গর্ব সঙ্গে নিয়েই আমি সংস্থার শেয়ারহোল্ডার ও স্টেকহোল্ডারদের নিশ্চিত করছি, আমরা আরও বেশি উচ্চতায় পৌঁছব। আমাদের প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানির অনুপ্রেরণায় এই দেশের অর্থনীতিতে ক্রমাগত উন্নতি ঘটাব সর্বোচ্চ চেষ্টা দিয়ে।”

spot_img

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...